থামল না নোবেল ঝড়

0
125

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ওপার বাংলার মইনুল হাসান নোবেল গান গাইতে এসেছিলেন এপারের জনপ্রিয় ট্যালেন্ট হান্ট শো ‘সারেগামাপা’-তে। দক্ষতা দেখান, খ্যাতিও কুড়োন। চুড়ান্ত পর্বে তৃতীয় স্থান অধিকার করে ফেরেন নিজের মুলুকে। সঙ্গীত চর্চা করেন নিয়মিত। খুব শীঘ্রই তাঁর কণ্ঠে আসছে ‘তামাশা’ টাইটেলের একটি গান। এই অবধি ঠিকই ছিল সব। কিন্তু হঠাতই নোবেল আলোচনার কেন্দ্রে অবস্থান করতে শুরু করলেন। শুধু আলোচনা নয়, সমালোচনা। এবং তা সঙ্গত কারণেই।

Noble Man | newsfront.co

এ দেশের প্রধানমন্ত্রীকে তিনি কটুক্তি করলেন। তাঁকে নিয়ে খিল্লি ওড়ালেন। তাঁকে চা’ওয়ালা বললেন!
কেন রে বাছা? তোর কী সমস্যা হল মোদি’জিকে নিয়ে? এহেন প্রশ্নে ঝড় উঠল ফেসবুকে। তাঁকে একেবারে তুলোধনা করে ছেড়ে দিল এ দেশের মানুষ। আর তা করবে নাই বা কেন? দেশের প্রধানমন্ত্রী বলে কথা।
এতটা প্রতিবাদ গর্জে উঠবে হয়ত ভাবতে পারেননি নোবেল। ভেবেছিলেন করোনার এই ডামাডোলে মানুষ সরকারের উপর বেশ ক্ষিপ্ত কিছু কিছু ক্ষেত্রে, এই বাজারে নিজেকে একটু হিরো বানালে মন্দ হয় না।

Narendra Modi | newsfront.co

আর তাতে ভারতেও বেশ পশার জমবে নিজের। কিন্তু হিতে হল বিপরীত। এদেশে কমল তাঁর ফ্যান ফলোয়ার। অহরহ বাক্যবাণে জর্জরিত নোবেল অবশেষে চাইলেন ক্ষমা। আর তাতেই ভাবলেন, হবে বিশ্বজয়। সে গুড়ে বালি থাকবে বোঝেননি নোবেল। নায়ক হওয়ার জায়গায় হবেন খলনায়ক- এতটা ভাবতে পারেনি তাঁর মস্তিষ্ক।
অবশেষে ফাঁপড়ে পড়ে মোদি’জিকে কটুক্তি করে বলা আগের পোস্টটি উড়িয়ে দিয়ে ক্ষমার সুর ভাজলেন নোবেল।

আরও পড়ুনঃ লকডাউন জারি হোক ‘ডোমেস্টিক ভায়োলেন্স’-এ

তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি জাস্ট তামাশা করতে চেয়েছিলেন। সামনেই আসছে তাঁর গান ‘তামাশা’। সেই গানের প্রোমোশনের জন্যই এতকিছু। কারোকে খাটো করার ইচ্ছে নাকি ছিল না এই শিল্পীর। র‍্যাব কর্মালয়ে ডাকা হলে ক্ষমা চান নোবেল।

মানলাম, কিন্তু তামাশার কেন্দ্রে অন্য দেশের প্রধানমন্ত্রী কেন?…সঙ্গীত শিল্পী হতে চাইছ, জনমানসের হার্টথ্রব হতে চাইছ কিন্তু সহবত শিখবে না? ঠিক, ভুল জানবে না? ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, একবার সারেগামাপা’র ফ্লোর ভিসিটে গিয়েছি। সেদিন নোবেলই নায়ক। তাঁকে ঘিরেই সেদিনের এপিসোড শুট। সকলকে বাইট দেওয়ার কথা নোবেলের। একজনের সঙ্গে কথা বলার পরই তিনি জানান- “আর কথা বলুম না এখন। আমরা বেশকয়েকজন তো থ! তাঁর সঙ্গে কথা বলতেই সাত সমুদ্র তেরো নদীর পার পৌছেছি আমরা। আর আসল কাজটাই না হলে সেদিনের দিনটাই হবে মাটি। আর সেটাই হল। নোবেলের সঙ্গে কথা না বলেই ফিরতে হল। ক্ষোভ বুকে চেপেই ফিরেছিলাম সেদিন।…

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুকথা বলায় ত্রিপুরার এক ব্যক্তি মামলা দায়ের করেছেন মইনুল হাসান নোবেলের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫, ১৫৩ ধারায় মামলা করা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর অনুযায়ী এদেশে এলেই তাঁকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here