প্রতীক-অন্বেষার নতুন গান ‘যদি তুমি জানতে’

0
119

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্ক

সঙ্গীত পরিচালক তথা গায়ক প্রতীক কর্মকার এবং জি বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন, অন্বেষা দত্তের মেলবন্ধনে নতুন গান ‘যদি তুমি জানতে’ রিলিজ করল প্রতীকের নিজস্ব মিউজিক কোম্পানি ‘পি আর স্টুডিওজ’ থেকে।
গানটি লিখেছেন নির্মাল্য ঘোষ এবং গানটির কম্পোজিশন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, রেকর্ডিং, মিক্সিং এবং মাস্টারিং সবটাই প্রতীক নিজের হাতে করেছেন।

annesha | newsfront.co

সব কটি মিউজিকাল ইন্সট্রুমেন্ট প্রতীক নিজের হাতে বাজিয়েছেন তাঁর মিউজিক স্টুডিওতে। গানটি গেয়েছেন জি বাংলা সারেগামাপা খ্যাত, অন্বেষা দত্ত।গানটি সবকটা ডিটেলস প্ল্যাটফর্মস যেমন জিওসাভন, গানা, স্পটিফাই , আইটিউনস, অ্যামাজন প্রাইম মিউজিক, উইনক সহ ৩৬ টি প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

singers | newsfront.co

গানটির কোনও ভিডিও শুট হয়নি। তাই শুধু অডিওটিই রিলিজ হয়েছে।ভিডিও প্রসঙ্গে প্রযোজক জানিয়েছেন, প্রতীক এবং অন্বেষার কাছ থেকে সময় পাওয়া গেলেই তিনি মিউজিক ভিডিওর দিকে এগোবেন ।এটি প্রতীক এবং অন্বেষা জুটির দ্বিতীয় কাজ। পরবর্তিকালে ‘মিশন সুন্দরবন’ নামে একটি বাংলা ছবিতে প্রতীকের সুরে এবং কথায় অন্বেষার আরেকটি গান রেকর্ড হতে চলেছে।

আরও পড়ুনঃ চেনা শহরের অচেনা হওয়ার গান ‘এ কোন শহর’

নির্মাল্য ঘোষ ইতিমধ্যেই কিংবদন্তি শিল্পী নচিকেতা চক্রবর্তীর জন্য দুটি গান লিখে ফেলেছেন এবং রাহুল চ্যাটার্জির জন্য একটি গানের গীতিকার হিসেবে কাজ করেছেন। পরবর্তিকালে তাঁর প্রতীকের সঙ্গে আরও অনেক কাজ আসতে চলেছে বলে জানিয়েছেন তিনি স্বয়ং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here