নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বিশ্বকবি তাঁর লেখায় ছয়টি ঋতুকে সমান গুরুত্ব দিয়েছেন। এই শরতে পৃথিবী অনেকটাই অন্যরকম। শরৎ আকাশে মেঘ পেজা তুলোর মতো ভেসে বেরালেও তার দিকে তাকিয়ে শোভা উপভোগ করার মন আজ কারোরই নেই।
এই শরতে সুমন ভট্টাচার্য এবং কৃত্তিক ঘোষের ভাবনায় হাজির ‘শরৎ রবির আলো’। কবির ‘জীবনস্মৃতির’ নির্বাচিত অংশ, ‘শরৎ’ কবিতা আর শরৎপ্রকৃতির গান “আলোর অমল কমলখানি” এস্রাজ আর পিয়ানোর মৃদু সুরের হাত ধরে প্রকাশিত হতে চলেছে ‘এস ডি পি ভেনচার্স’- এর ইউটিউব চ্যানেল থেকে।
পাঠ ও আবৃত্তিতে পরিচিত তরুণ বাচিক শিল্পী কৃত্তিক ঘোষ। রবীন্দ্রনাথের গান ও সমগ্র পরিকল্পনায় সঙ্গীতশিল্পী সুমন ভট্টাচার্য। সঙ্গীতভাবনা ঋতম বাগচির মস্তিষ্কপ্রসূত। পুজোর আবহে আমরা যখন কিছুটা দ্বিধাগ্রস্ত আর সন্ত্রস্ত, ‘শরৎ রবির আলো’ গানটি অনেকখানি আলো ছড়িয়ে দিতে পারবে বলে শিল্পীদ্বয়ের দৃঢ় বিশ্বাস।
আরও পড়ুনঃ পুজোর গানঃ একঝাঁক শিল্পীর কণ্ঠে পুজোর নিবেদন ‘এসো দুর্গা’
সুমন ভট্টাচার্যের কথায়, রবীন্দ্রনাথ ঠাকুরের নানান ধারা নিয়ে স্থায়ী কোনও কাজ করার বহুদিনের ইচ্ছা ছিল। শুধু গান নয়, তাঁর জীবনস্মৃতির পাতা, বহুমাত্রিক কবিতা, আঁকা, সবই। এই পুজোটা যে আমাদের কাছে এভাবেই আসবে তার কিছুটা আভাস তো আমরা আগেই পেয়েছিলাম সকলে। তাই এই দীর্ঘ লকডাউনে বাড়িতে বসে ভেবেছি, কী করলে সমস্ত শ্রোতার পাশে পাওয়া যাবে আর নিজের ইচ্ছাপূরণও হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584