লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন গল্প ‘ধুলোকণা’

0
299

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সম্প্রতি সামনে এসেছে বাংলা টেলিভিশনের আসন্ন ধারাবাহিকের প্রোমো। লীনা গঙ্গোপাধ্যায় নিয়ে আসছেন ‘ধুলোকণা’। কিন্তু কোন স্লটে সেই ধারাবাহিক আসছে তা জানা যায়নি এখনও।একঝাঁক তারকাকে দেখা যাবে এই ধারাবাহিকে। থাকছেন শঙ্কর চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, বাদশা মৈত্র, ময়না মুখার্জি, মৈনাক ব্যানার্জি, ইন্দ্রাশিস রায়, অস্মি ঘোষ সহ আরও অনেকে।

dhulokona | newsfront.co

manali | newsfront.co
মানালি দে

‘নকশিকাঁথা’র পর মানালির কামব্যাক ফের লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই। শঙ্কর চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন ‘দেশের মাটি’ ধারাবাহিকে। ময়না মুখার্জি রয়েছেন ‘শ্রীময়ী’তে। তবে, ইন্দ্রাশিস এবং মৈনাক অনেকদিন পর ফিরছেন বাংলা টেলিভিশনে। ওয়েব সিরিজেই এই মুহূর্তে অধিক ব্যস্ত তাঁরা। তবে, এবার আবার প্রতিদিনের লাইট-ক্যামেরা-অ্যাকশনের রুটিনে বন্দি হতে চলেছেন তাঁরা।

indrasis ray | newsfront.co
ইন্দ্রাশিস রায়
mainak | newsfront.co
মৈনাক ব্যানার্জি

এখানে মানালিকে দেখা যাবে একেবারে অন্য ইমেজে। বেশ খানিকটা জেদি, চটপটে, সহজ কথায় বাবলি ক্যারেক্টার যাকে বলে। অতি সাধারণ তাঁর সাজপোশাক।স্টার জলসার প্রোমো বলে দিচ্ছে বেশ মজাদার এই ধারাবাহিক। করোনাকালে মানুষের মুখ থেকে হাসি বিলীন হতে বসেছে। সেই জায়গায় এই ধারাবাহিক বেশ অন্যরকম বার্তা বহন করবে বলে আশা করা যায়। যতদূর সম্ভব মানালির বিপরীতে দেখা যাবে ইন্দ্রাশিসকে।

আরও পড়ুনঃ ছোটপর্দায় রহস্যময় এক চরিত্রে ঋষভ বসু

প্রোমোতে ইন্দ্রাশিসকে ‘নবাব পুত্র’ বলে সম্বোধন করলেন মানালি। তবে কি ক্রেজি, বাজে ডাক্তার, শহরের বাবুর পর এবার এক নবাব পুত্রের আগমন? এহেন ডাকগুলি বাংলা সিরিয়ালে এক অন্য মাত্রা যোগ করে তা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here