মিষ্টি গল্প নিয়ে আসছে ‘মিঠাই’

0
679

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘তোমায় আমায় মিলে’, ‘সাঁঝের বাতি’র পর আরও একবার এক ময়রা পরিবারের হদিশ মিলবে বাংলা টেলিভিশনের পর্দায়।

mithi  | newsfront.co

জি বাংলায় আসছে ধারাবাহিক ‘মিঠাই’। মিঠাই নামে এক মিষ্টি কারিগর তথা মিষ্টি বিক্রেতা রয়েছে গল্পের কেন্দ্রে। রয়েছে আরও এক ময়রা পরিবারের গল্প। আর তাই মিষ্টিও থাকবে গল্পের কেন্দ্রবিন্দুতে এটাই স্বাভাবিক। আপাতত এমনটাই আন্দাজ করা যাচ্ছে প্রোমোতে।

আরও পড়ুনঃ স্নেহাশিস বরাবরই আমায় চ্যালেঞ্জিং চরিত্র দেয়- শুভাশিস মুখার্জি

বাংলা টেলিভিশনের একঝাঁক জনপ্রিয় মুখ দেখা যাবে এই ধারাবাহিকে। মিঠাইয়ের চরিত্রে সৌমিতৃষা কুণ্ডু। তাঁকে এর আগে ‘কনে বউ’ ধারাবাহিকে দেখেছেন দর্শক। অন্যান্য সব গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, কৌশিক চক্রবর্তী, লোপামুদ্রা সিনহা, প্রিয়ম চক্রবর্তী, উদয় প্রতাপ সিং, অর্পিতা মুখার্জি, দিয়া মুখার্জি, ধ্রুব সরকার, অরিজিৎ চৌধুরী, সৌরভ চ্যাটার্জি সহ আরও অনেকে।

শীতের আমেজে খুব তাড়াতাড়িই টিভির পর্দায় আসছে এই ধারাবাহিক, প্রোমোতে পিঠে-পুলির উৎসবই তার প্রমাণ বহন করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here