করোনাকে হারাতে এবার নতুন থিম ‘বর্ষায় ডুয়ার্স’

0
85

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

করোনাকে হারাতে বর্ষার মরশুমে নতুন উদ্যোমে কাজে লেগে পড়েছেন ডুয়ার্সের পর্যটন ব‍্যবসায়ীরা । প্রতি বছর বর্ষার সময় ১৫ জুন থেকে তিন মাসের জন‍্য বন্ধ হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ‍্যান, গোরুমাড়া, বক্সা ব‍্যাঘ্র প্রকল্প। তিন মাসের জন‍্য এই তিনটি বনাঞ্চল বন্ধ থাকায় ডুয়ার্সে পর্যটকের আগমন হয়না। কিন্ত এবার করোনার জেরে লক ডাউনের ফলে ডুয়ার্সের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ভরা পর্যটন মরশুমে লকডাউন থাকায় স্বাভাবিক ভাবেই ডুয়ার্স ছিল পর্যটকহীন। এবার বর্ষার মরশুমে ঘুরে দাঁড়াতে ‘বর্ষায় ডুয়ার্স’ নামে নতুন থিম এনেছে ব্যবসায়ীরা।

Avik Gupta | newsfront.co
অভীক গুপ্ত, হোটেল ব্যবসায়ী। নিজস্ব চিত্র

ডুয়ার্সে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্পে জড়িয়ে থাকা কয়েক হাজার মানুষ, তেমনি ডুয়ার্সের অর্থনীতিতে ব‍্যাপক প্রভাব পড়েছে। তাই এবার এই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ডুয়ার্সের পর্যটন ব‍্যবসায়ীরা এবারে নতুন থিম নিয়ে এসেছে। এবছরও ১৫ জুন থেকে বন্ধ হয়ে যাবে জঙ্গলের দরজা। কিন্তু ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন বহু এলাকা আছে আর বর্ষায় ডুয়ার্সের প্রকৃতির অপরূপ শোভা পর্যটকের কাছে তুলে ধরতেই “বর্ষায় ডুয়ার্স” নতুন থিম ।

Dooars jungle | newsfront.co
পর্যটকদের জন্য ঘর। নিজস্ব চিত্র

পর্যটন ব‍্যবসায়ী বিশ্বজিৎ সাহা জানান, ‘ডুয়ার্সের বহু এলাকা রয়েছে যেমন চিলাপাতা, রাজাভাতখাওয়া ,ভুটান সীমান্ত, টোটোপাড়া, খয়েরবাড়ি, এ সমস্ত এলাকা পর্যটকের কাছে তুলে ধরা হবে। এছাড়া পর্যটকদের জন‍্য বেশ কিছু নতুন চিন্তা ভাবনা করা হয়েছে। ডুয়ার্সের যে সমস্ত এলাকায় রাতে হাতি বের হয় সেখানে রাতে পর্যটকদের নিয়ে যাওয়া হবে। তাদের রাখা হবে টঙ ঘরে। টঙ ঘর থেকেই পর্যটকরা বুনো হাতি লোকালয়ে ঢুকে পড়ছে, সেসব দৃশ্য দেখানো হবে। এছাড়া এলাকার বিভিন্ন জনজাতি নৃত্য পর্যটকদের কাছে তুলে ধরা হবে। এমন আরো কিছু আকর্ষণীয় চিন্তা ভাবনা করা হচ্ছে পর্যটকদের জন‍্য যাতে পর্যটকরা ডুয়ার্সমুখী হয়।’

আরও পড়ুনঃ দূরত্ব না মানলেই বাজবে ঘন্টা ! খড়গপুর আইআইটির আবিষ্কৃত নয়া যন্ত্র

এই বিষয়ে পর্যটন ব‍্যবসায়ী অভিক গুপ্ত জানান, “মার্চ ও এপ্রিল মাসে পর্যটন ব‍্যবসায় ডুয়ার্সে ব‍্যাপক ক্ষতি হয়েছে। তা কিছুটা হলেও পূরণ করার জন‍্য এবারে নতুন থিম “বর্ষায় ডুয়ার্স”। বর্ষায় তিন মাস জঙ্গল বন্ধ থাকবে হাতি সাফারি বা কার সাফারি। কিন্তু বাকি সমস্ত কিছু খোলা থাকবে। সব থেকে বড় কথা, বর্ষায় ডুয়ার্সে প্রকৃতির অপরূপ শোভা পর্যটকরা উপভোগ করতে পারবেন। প্রতিবছর বর্ষায় ডুয়ার্সের পর্যটন বন্ধ থাকত। করোনার জেরে ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের পর্যটন ব‍্যবসায়ীদের জন‍্যই এবছর এই নতুন উদ‍্যোগ গ্ৰহণ করেছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here