নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
খুব তাড়াতাড়ি বিমান ভ্রমণের স্বাদ পেতে চলেছে মালদহ।মালদহ বিমানবন্দর এর কাজ প্রায় শেষ। প্রতি বুধবার করে হেলিকপ্টার পরিষেবা পাবে মালদহ।এমার্জেন্সি ক্ষেত্রে বড় মাপের হেলিকপ্টারও আনা হবে মালদায়। তার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনার জন্য এস.বি.এস.টি.সির মাধ্যমে ৬০টি সি.এন.জি পরিচালিত বাস কলকাতায় নামানো হয়েছে।

আগামী জানুয়ারি মাসের মধ্যে ১৪৬ টি নতুন বাস আসবে উত্তরবঙ্গে তার মধ্যে থেকে ১০টি বাস পাবে মালদা ডিপো।সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা মালদহ ডিপোর নবনির্মিত বাস টার্মিনাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করে নতুন বছরের এক গুচ্ছ উপহার দিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি ছাড়াও এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ পরিবহন সংস্থার চেয়ারম্যান মিহির গোস্বামী ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান তথা কোর কমিটির অন্যতম সদস্য দুলাল সরকার মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল , বিধায়িকা সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি ,বিধায়িকা দিপালী বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশীষ কুন্ডু, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্লান ভাদুড়ী ,কাউন্সিলর সুমোলা আগরওয়ালা সহ অন্যান্য অতিথিবৃন্দরা।
উল্লেখ্য যানজট মোকাবিলায় মালদা শহর থেকে প্রায় এক কিলোমিটার দূরে শহরের রবীন্দ্র ভবন এলাকায় অনেক আগেই গৌড় কন্যা বাসস্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেখান থেকেই ছাড়া হয়তো মালদা জেলার সমস্ত বেসরকারি বাস। আস্তে আস্তে এই বাসস্ট্যান্ডে পরিকাঠামো গড়ে উঠায় এই বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। সেই মতো গড়ে উঠেছ নবনির্মিত ভবন,পেট্রলপাম্প সহ একাধিক পরিকাঠামো।সেইমতো আজ আনুষ্ঠানিকভাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা মালদা ডিপোর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি জানান, ‘আগামী মাসের মধ্যেই হেলিকপ্টারের স্বাদ পাবে মালদহবাসী। খুব দ্রুততার সাথে চলছে সেই কাজ। আমরা অনেক সময় দেখেছি ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থাকায় অনেক যাত্রীর সফর বাতিল হয়ে যায়। তাই এবার এই সমস্যার সমাধান হবে হেলিকপ্টার পরিষেবা চালু হলে। পাশাপাশি মালদা থেকে কলকাতা যাওয়ার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার
রকেট, wbtc ,ও বাংলাশ্রী
সার্ভিস বাস গুলি চালানো হবে যা হবে বায়ো টয়লেট যুক্ত ও এসি সহ,অত্যাধুনিক বাস গুলিও চালানো হবে।’পাশাপাশি তিনি এও জানান ইতিমধ্যে কলকাতায় এস বি এস টি সির মাধ্যমে ৬০ টি সিএনজি চালিত বাস চালু করা হয়েছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ বাসগুলি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উদ্বোধন করা হয়েছে। আস্তে আস্তে মালদাতে চালু করা হবে এই বাস গুলি।আগামী জানুয়ারি মাসের মধ্যেই কলকাতায় নামানো হবে ৮০টি ইলেকট্রিক বাস ।কলকাতায় সফল হলে আগামী দিনে উত্তরবঙ্গে ও ইলেকট্রিক বাস চালানো হবে বলে জানান মন্ত্রী। এদিন মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের পর সভামঞ্চ থেকে সোজা চলে যান মোথাবাড়ি এলাকায় সেখানে তিনি একটি জনসভায় অংশগ্রহণ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584