নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ভারত থেকে পালিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতু-তে রয়েছেন বলে জানতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর তাঁর পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানতে চেয়ে ভানুয়াতু প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সিবিআই। উত্তরে সেদেশের প্রশাসন বিনয় মিশ্রের নতুন পাসপোর্ট-এর তথ্য জানিয়েছে সিবিআইকে।
বিনয় মিশ্রের পাসপোর্ট সংক্রান্ত তথ্য হাতে আসার পরই তাঁর নামে দ্বিতীয় রেড কর্নার নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছে সিবিআই। এর আগেও বিনয়ের বিরুদ্ধে প্রথম রেড কর্নার নোটিশ জারি করে সিবিআই, কিন্তু তদন্তে জানা যায় জাল পাসপোর্ট তৈরি করে দেশ ছেড়েছেন বিনয়।
আরও পড়ুনঃ ‘ইস্তিফা’ নয়, থাকবেন ‘অরাজনৈতিক’ সাংসদ হিসেবে, জানালেন বাবুল সুপ্রিয়
২০২০ সালের সেপ্টেম্বর মাসে দেশ ছেড়ে পালয়ে যান গরু ও কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্র। তদন্তকারী কেন্দ্রীয় গোয়েন্দাদল ইতিমধ্যে জানতে পারেন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন বিনয় মিশ্রের বাবা-মা ও। এর মধ্যে বিনয় কলকাতা হাইকোর্টে আবেদন জানান যাতে সিবিআই ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করে তাঁকে এবং গ্রেপ্তার করা হবেনা এই শর্তে তদন্তে সম্পূর্ণ সহযোগত করার প্রতিশ্রুতিও দেন বিনয়।
আরও পড়ুনঃ রাজ্যের ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার রায় স্থগিত রাখল আদালত
যদিও সে আবেদন খারিজ করে সিবিআইকে নিজেদের পদ্ধতি মতোই তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে ভানুয়াতু প্রশাসনের সহযোগিতায় বিনয়ের নতুন পাসপোর্টের সমস্ত তথ্য হাতে আসায় কেন্দ্রীয় গোয়েন্দাদের কাজ কিছুটা সহজ হলো বলেই মনে করছেন অভিজ্ঞ মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584