মানুষের জীবন রঙিন করবেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আসছে নতুন শো ‘রিশতা’

0
269

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Rituporna

১ অগাস্ট থেকে কালার্স টিভি প্যাসিফিক-এ আসছে নতুন শো ‘রিশতা’। শো’র বাহক টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রী তাঁর সোশ্যালে লিখেছেন- ‘‘শরীর, মন আর আত্মার চিরন্তন সম্পর্কই হল ‘রিশতা’। খুব শীঘ্রই দর্শকের দরবারে আসছি এমন এক অনুষ্ঠান নিয়ে।’’

tv show

করোনা অরিমারি পরিস্থিতিতে ঋতুপর্ণার বহু সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করেছেন শহরের বাইরে বসেও। অভিনেত্রীর কথায়, জীবনকে ভালবাসতে যা যা দরকার সবই মিলবে ‘রিশতা’-য়। এহেন এক শো নিয়ে আসার প্রস্তাব দিই। আর এক কথাতেই রাজি হয়ে যান চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ রানির সঙ্গে কানাডা যাচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য

এই বিশেষ শো-এর দৌলতে সবার প্রত্যেকটি সকাল সুন্দর হয়ে উঠবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here