হৃদয়ে বিদ্বেষের বিষ লালন করে ছাত্র তৈরি করবেন! প্রশ্ন জেএনইউ-এর প্রথম মহিলা উপাচার্যকে ঘিরে

0
95

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

শিক্ষা মহলে নিন্দার ঝড় উঠেছে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নতুন এবং প্রথম মহিলা উপাচার্য শান্তিশ্রী ধুলিপরি পণ্ডিতের নিয়োগ নিয়ে। তাঁর নামের টুইটার প্রোফাইল থেকে বলা হয়েছিল দিল্লির আইআইটি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ‘জেহাদি’ তৈরি হয়। প্রতিবাদরত কৃষকদের পরজীবী বলা হয়। শাহীনবাগ আন্দোলনকে ন্যক্কারজনক ভাষায় আক্রমণ করা হয়েছিল ঐ টুইটার প্রোফাইল থেকে। কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে ইসলামকে।

JNU
জেএনইউ-এর নব নিযুক্ত উপাচার্য শান্তিশ্রী ধুলিপরি পন্ডিত, ছবিঃ ফেসবুক

এখানেই শেষ নয় তিনি আবার মহাত্মা গান্ধীর হত্যাকারী গডসে-র উপাসকও। এমনকি যে বিশ্ববিদ্যালয়ের তিনি প্রাক্তনী ও বর্তমান উপাচার্য সেই জেএনইউয়ের পড়ুয়াদের ‘হেরো’ বলে সম্ভাষণও করেছেন। এহেন উপাচার্য জেএনইউ-এর মত প্রতিষ্ঠানের ঠিক কি উন্নতি সাধন করবেন বা করতে চাইবেন সে নিয়ে উঠছে হাজারো প্রশ্ন।

তাৎপর্যপূর্ণ ভাবে শান্তিশ্রী ধুলিপরির পুরনো টুইটগুলি নিয়ে বিতর্কের সৃষ্টি হওয়ার পরেই ডিলিট করে দেওয়া হয়েছে টুইটার অ্যাকাউন্টটি। Alt news-এর ফ্যাক্ট চেকার মহম্মদ জুবের শান্তিশ্রী ধুলিপরির পুরনো টুইটগুলির স্ক্রিনশট পোস্ট করেন নিজের টুইটার হ্যান্ডল থেকে তারপরেই সেই টুইট হুহু করে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ঐ টুইটার অ্যাকাউন্ট তাঁর নয় বলেও দাবি করেননি শান্তিশ্রী।

আরও পড়ুনঃ রাজ্যসভায় দাঁড়িয়ে AIMIM নেতা ওয়াইসিকে জেড ক্যাটাগরি নিরাপত্তা নিতে অনুরোধ অমিত শাহ-র

গত সপ্তাহে মোদী সরকার নিযুক্ত জগদীশ কুমারকে ইউজিসি-র চেয়ারম্যান নিয়োগ করা হয়। জগদীশ কুমারের উত্তরসূরি হিসাবে শান্তিশ্রীর নাম ঘোষণার পরে ইতিহাসবিদ এস ইরফান হাবিব বলেন, ‘‘জেএনইউয়ের নতুন উপাচার্য গণহত্যাকে সমর্থন করছেন। কৃষক, পড়ুয়াদের নিশানা করছেন। এখন জেএনইউয়ের যেটুকু যা বাকি রয়েছে, তার দায়িত্ব নেবেন। ভয়ঙ্কর সিদ্ধান্ত।’’

আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক অধ্যাপক অড্রে ট্রুশক-ও টুইট করেছেন এ প্রসঙ্গে। টুইটারে বিস্ফোরক জেএনইউয়ের প্রাক্তন ছাত্র-নেত্রী কবিতা কৃষ্ণণ-ও।

আরও পড়ুনঃ “কংগ্রেস এখন টুকড়ে টুকড়ে গ্যাং-এর লিডার”, সংসদে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

উল্লেখযোগ্য বিষয় হল, শান্তিশ্রী তাঁর বিবৃতিতে জানিয়েছেন, পড়ুয়াদের জন্য শিক্ষার ‘সঠিক’ আবহ গড়ে তোলা-কে অগ্রাধিকার দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তা-ভাবনা অনুযায়ী জাতীয় শিক্ষানীতি রূপায়ণে পদক্ষেপ করবেন তিনি। নজর দেবেন ভারত-কেন্দ্রিক ভাষ্য গড়ে তোলার দিকেও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here