সুজয়ের আসন্ন নিবেদন ‘যুদ্ধজ্বর ও রবীন্দ্রনাথ’, সঙ্গী চৈতালি, বিদীপ্তা, রাজা, সুতপা

0
176

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সুজয় প্রসাদ চ্যাটার্জির ভাবনায় ও পরিকল্পনায় এবার ‘যুদ্ধজ্বর ও রবীন্দ্রনাথ’। আজ্ঞে হ্যাঁ, এই নামেই একটি ভিডিও মুক্তি পেতে চলেছে ১২ জুন ‘এস পি সি ক্র্যা্ফট’-এর ইউটিউব প্ল্যাটফর্মে।

sujoy prasad | newsfront.co

সুজয়ের কথায়- “মন্বন্তরে মরিনি আমরা, মারী নিয়ে ঘর করি।” বাংলার এটিই বোধহয় প্রচলিত ও সর্বজনীন সত্য। কলেরা, প্লেগ বাসান্নিপাতিক জ্বর একসময় বসত করত বাংলার ঘরে ঘরে।এই সমস্তরোগে মৃত্যুই ছিল সাধারণ মৃত্যু। ১৯১৪-১৮ সাল, বস্তুত প্রথম বিশ্বযুদ্ধের আবহাওয়ায় ভারতবর্ষে স্পেনীয় সৈনিকদের হাত ধরে এল স্প্যানিশ ফ্লু।সেই জ্বরের কোপ পড়ল ঠাকুরবাড়ির উপরেও।

artist | newsfront.co

১৯১৮ তে রবীন্দ্রনাথ লিখেছেন ‘ওলাউঠার বিস্তার’ নামে একটি প্রবন্ধ, যার মূল উপপাদ্য বিষয় ছিল কী ভাবে কলেরা আমাদের দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়ে। লক্ষ্যণীয়, ১৯১৮ থেকে ১৯২০ সালের মধ্যেও গোটা ভারতবর্ষ এই স্প্যানিশ ফ্লু’তে আক্রান্ত। মৃতের সংখ্যাও কম নয়।স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি আঘাত হেনেছিল রবির উপর।

artist | newsfront.co

একদিকে মারীজ্বর, অন্যদিকে কবি পরিবারে ঘটে চলা একের পর এক মৃত্যু নিয়ে প্রতিনিয়ত সংঘর্ষ করা রবির জীবনবোধে এসেছিল আমূল পরিবর্তন। সমকালীন রবীন্দ্রনাথের রচনা, তাঁর ব্যক্তিগত চিন্তা এসব নিয়েই শিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জি-র অভিনব উদ্যোগ ‘যুদ্ধজ্বর ও রবীন্দ্রনাথ’।

artist | newsfront.co

এসপিসি ক্রাফট এবং ‘হাফপেন্সিল’ ও ‘ঘোষ কোম্পানির’ প্রযোজনায় মুক্তি পেতে চলেছে ভিডিও টি ।থাকবে রবিঠাকুরের রচনা, গান, সমকান পরিস্থিতির উল্লেখ।

আরও পড়ুনঃ মিমি গাইলেন গান

artist | newsfront.co

ভিডিওটির সমগ্র বিষয় নিয়ে গবেষণা করেছেন চৈতালি দাশগুপ্ত। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য- “বিষয় ভাবনাটা সুজয়ের। প্রশান্তকুমার পাল ও প্রভাত কুমার মুখোপাধ্যায় এই দুই রবীন্দ্র জীবনীকারের বিস্তারিত আলোচনায় তথ্য সংগ্রহ করতে খুব একটা অসুবিধা হয়নি।

artist | newsfront.co

প্লেগ, কলেরা নিয়ে লেখা হলেও ‘যুদ্ধজ্বর’ নিয়ে কেন লেখা হয়নি তা একটা বিস্ময়।বস্তুত, রবীন্দ্রনাথ এইসময়ে প্রায় ১৫’টি গান রচনা করেন।স্ক্রিপ্টলেখা তো রচনা লেখা নয়। যা তথ্য পেয়েছিলাম তা দিয়ে স্ক্রিপ্ট লিখতে বসে যেন নতুন রবীন্দ্রনাথকে আবিষ্কার করলাম।”

আরও পড়ুনঃ একাকিত্বের এক রোমাঞ্চকর গল্প ‘অ্যালোন’

ভাষ্যপাঠে আছেন চৈতালি দাশগুপ্ত ও সুজয়প্রসাদ চ্যাটার্জি ।সৃজনে রাজা দাশগুপ্ত, চৈতালি দাশগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সুতপা বন্দ্যোপাধ্যায় সরকার ও সুজয় প্রসাদ চ্যাটার্জি। সমগ্র ভিডিওটি সম্পাদনা করেছেন উত্তরণ দে। গোটা পরিকল্পনায় রয়েছেন সুজয় প্রসাদ চ্যাটার্জি স্বয়ং। ১২ জুন ভিডিওটি দেখা যাবে এসপিসি ক্রাফট-এর ইউটিউব চ্যানেলে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here