দুর্গাপুরে দুই বিধানসভা কেন্দ্রের নতুন ভোটার তালিকা প্রকাশ

0
35

সুদীপ পাল, বর্ধমানঃ

দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের সংশোধিত ভোটার তালিকা নিয়ে উঠেছিল নানা অভিযোগ। কারও নামের সঙ্গে বাড়ির নাম্বার নেই, কারও নামের সঙ্গে মিল নেই পদবীর। বিভ্রান্তি এড়াতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল সিপিএম। যাতে নতুন করে তালিকা প্রকাশ করা হয়। অবশেষে কমিশন নতুন করে তালিকা প্রকাশ করা হবে।

new voter list revealed | newsfront.co
ছবিঃ প্রতীকী

উল্লেখ্য, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছিল দুর্গাপুরে। ভোটারের ক্ষেত্রে অনেক সময় তালিকায় নাম থাকলেও ঠিকানা উল্লেখ নেই, অনেক ক্ষেত্রে বাড়ির যে নম্বর উল্লেখ রয়েছে তার সাথে মিল নেই স্থায়ী আসল ঠিকানার। ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। যথাযথভাবে তালিকা প্রকাশ না হওয়ায় ভোটাররা বুঝতে পারছিলেন না কি করবেন!

আরও পড়ুনঃ এনআরসি-সিএএ’র প্রতিবাদে কালিয়াগঞ্জে তৃণমূলের অবস্থান বিক্ষোভ

বিষয়টি নিয়ে সিপিএম কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত শহরাঞ্চল ভিত্তিক ২৮ টি কেন্দ্রের এমন তালিকা প্রকাশিত হয়েছে। দুর্গাপুরে রয়েছে দুটি কেন্দ্র।

সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায়সরকার বলেন, ঠিকানার উল্লেখ না থাকায় অভিযোগ করা হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনের কাছে। নতুন তালিকা প্রকাশ করবে কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here