লকডাউনের একঘেয়েমি কাটাতে নতুন গল্প নিয়ে আসছে আড্ডা টাইমস

0
179

মোহনা বিশ্বাস,বিনোদন ডেস্কঃ

করোনা ভাইরাসের দাপটে অস্থির সমগ্র পৃথিবী। এই মারণ ভাইরাসের হাত থেকে রেহাই পায়নি ভারতও।মৃত্যুমিছিল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাই করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বাড়ির বাইরে বেরতে পারছেন না কেউই। তবে এই লকডাউনে আর কাউকে বাড়ি বসে বিরক্ত হতে হবে না। সারাদিনের একঘেয়েমি কাটাতে এবার আড্ডা টাইমস নিয়ে আসছে নতুন ওয়েব সিরিজ।

The lost tribe | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

একেবারে অন্যরকম একটি গল্প নিয়েই আসছে শিবাংশু ভট্টাচার্য পরিচালিত ‘দ্য লস্ট ট্রাইব’। এই ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন গৌতম সরকার, কনাদ ভট্টাচার্য, কুয়াশা বিশ্বাস, রাজ ভট্টাচার্য সহ আরও অনেকে। মূলত একটি উপজাতিকে কেন্দ্র করে এই সিরিজটি তৈরি হয়েছে।

web series | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

মিঃ সেন হলেন এই সিরিজের প্রধান চরিত্র। গল্পে দেখা যাবে মিঃ সেন এমন একটি উপজাতির সম্পর্কে জানতে আগ্রহী হন যাদের কাছে একটা অনন্য শক্তি আছে। এরপর ওই উপজাতিদের নিয়ে গবেষণা শুরু করার কথা মিঃ সেন তার সহকর্মীদের বলেন। সহকর্মীরা তাঁর কথা প্রত্যাখ্যান করে।

আরও পড়ুনঃ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে শ্রবণশক্তিহীন ‘তিতলি’

The Lost Tribe firt look | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

উপরন্তু মিঃ সেনকে হত্যা করার পরিকল্পনাও করে তারা। ইতিমধ্যে মিঃ সেনের গবেষণার পদ্ধতি আংশিক জানতেও পারেন তার সহকর্মীরা। অবশেষে মিঃ সেনকে তারা হত্যা করতে সক্ষম হয়। এই ঘটনার বেশ কিছুদিন পর মিঃ সেনের কোনো খোঁজ না পাওয়ায় তাঁর ছাত্র রুদ্র মিঃ সেনকে খুঁজতে শুরু করে।

Adda times | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ ঘরবন্দি বিগ বি-র হারিয়ে যাওয়া কালো চশমা ঘিরে তোলপাড়

এই কাজে পুলিশ তাকে সাহায্য করে। তল্লাশি করার পর পুলিশ একটা উদ্ধৃতি খুঁজে পায় এবং রুদ্রকে জানায়। রুদ্র সেই উদ্ধৃতির সাহায্যে একটি বই খুঁজে বের করে। সেই বই থেকেই ওই উপজাতিদের বাসস্থানের সন্ধান পায় রুদ্র।

সন্ধান পাওয়া মাত্রই রুদ্র চলে যায় ওই উপজাতিদের ডেরায় আর এরপরই সত্যের সামনাসামনি হয়ে আশ্চর্য হয়ে যায় সে। সত্যটা আসলে কি? উপজাতিদের ডেরায় গিয়ে কী দেখল রুদ্র? এসবের উত্তর জানতে হলে আড্ডা টাইমসে দেখতে হবে ‘দ্য লস্ট ট্রাইব’।

লকডাউনের সময় এমন একটি রোমাঞ্চকর ওয়েব সিরিজ যদি হাতের মুঠোয় পাওয়া যায় তাহলে সময় কাটাতে খুব বেশী অসুবিধা হবে না দর্শকের। ১০ এপ্রিল শুধুমাত্র দর্শকের কথা ভেবে লকডাউনে দর্শককে ভালো রাখতে আড্ডা টাইমস নিয়ে আসছে নতুন এই ওয়েব সিরিজটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here