সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
বছরের শুরুতেই উপছে পরা ভিড় দক্ষিন সুন্দরবনের বকখালির সমুদ্র সৈকতে।১লা জানুয়ারীর দিনে হাজার হাজার পর্যটক মাতলেন ঝাউব ,বন্যজন্তু আর নোনা জলের ঢেউয়ে। প্রতিবছরের তুলনায় এবারে পর্যটকদের ভিড় ছিল বেশি।ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত,নামখানা পঞ্চায়েত সমিতি বকখালি ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার উদ্যোগে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমুদ্র সৈকত বরাবরই ছিল নজরদারির ব্যবস্থা।দুর্ঘটনা এড়াতে সিসিটিভি বসিয়ে চলছে নজরদারি।২৫শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে পর্যটকদের আনাগোনা,চলবে ২৬ শে জানুয়ারী পর্যন্ত। ছোট বড় হোটেলগুলিতে পর্যটকদের ভিড়। বকখালি ঘুরতে এসে চিড়িয়াখানায় হরিন কুমীর দেখতে ভিড় জমিয়েছেন অনেকে। গাড়ি পার্কিং থেকে পরিস্কার পরিচ্ছন্নতা সব রকম ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন,দাবি নামখানা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ধীরেন্দ্রনাথ পাত্র।সব মিলিয়ে মাতোয়ারা প্রবীন নবীনরা।
আরও পড়ুন: সবুজ ঘেরা পিকনিক স্পটে আহ্লাদিত বর্ষবরণ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584