ভারতের চাপ বাড়িয়ে স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা সহজ করে তুলল নিউজিল্যান্ড

0
60

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

দুবাইয়ে আজ ভারতীয় সময় বিকেল ৩.৩০ টায় স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। পরের ম্যাচটি ভারতীয় সময় রাত ৭.৩০ টায়-আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। যে ম্যাচে জয়ের খোঁজে যে কোন মূল্যে লড়াই করবে বিরাট বাহিনী।

New zealand vs Scotland
দূর্দান্ত এক ইনিংস খেলেছেন গাপটিল, একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন

তবে রশিদ খানদের মুখোমুখি হওয়ার আগে বিরাট কোহলিরা নিশ্চিতভাবেই নিউজিল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের জয়ের প্রার্থনায় ছিলেন। কিন্তু ভারতের এই প্রার্থনা কাজে লাগেনি। স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে কেইন উইলিয়ামসনের দল। পয়েন্ট তালিকার দিকে তাকিয়ে ভারতের ক্রিকেটপ্রেমীরা আজ স্কটল্যান্ডের পক্ষ নিয়েছেন। নিজেদের গ্রুপে ২ ম্যাচেই হেরে পাঁচে ভারত। নিউজিল্যান্ড আজ তুলে নেওয়া জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে।

শীর্ষে থাকা পাকিস্তান এই গ্রুপ থেকে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সবার আগে। এই গ্রুপ থেকে আর একটি দল উঠবে সেমিফাইনালে। এই দৌড়ে এগিয়ে থাকতে বাকি তিন ম্যাচেই জয় ছাড়া আর কোনো পথ নেই ভারতের।

New zealand
স্কটিশ ব্যাটসম্যানদের ফিরিয়ে কিউইদের উদযাপন

আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭২ রান তুলেছিল নিউজিল্যান্ড। তাড়া করতে নেমে তৃতীয় ওভারে কাইল কোয়েটজারকে হারিয়ে চাপে পড়ে স্কটল্যান্ড (১৭)। দ্বিতীয় উইকেটে ম্যাথু ক্রসের সঙ্গে জর্জ মানসি ৩১ বলে ৪৫ রান করে চাপ সামাল দেন।

ইশ সোধি অষ্টম ওভারে মানসিকে (২২) তুলে নেওয়ার সময়ও দ্রুত গতিতে রান তোলার পথেই ছিল স্কটিশরা। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান তুলেছে স্কটল্যান্ড। ৮ ওভার শেষে তা ২ উইকেটে ৬৭। অর্থাৎ ওভারপ্রতি ৮-এর ওপরে ছিল রান।

Scotland
ব্যাটে-বলে স্কটল্যান্ড দারুণ লড়াই করেছে

জয়ের জন্য শেষ ১০ ওভারে ৯৭ রান দরকার ছিল স্কটল্যান্ডের। এখান থেকেও দলটির জয়ের সুযোগ ছিল। ২৯ বলে ২৭ রান করা ক্রসকে ১১তম ওভারে টিম সাউদি তুলে নেওয়ার পর আবারও চাপে পড়ে স্কটল্যান্ড। ১১ থেকে ১৪তম ওভার-এ সময়ে রান তোলার গতি কমেছে দলটির। তাতে শেষ ৫ ওভারে জয়ের জন্য ৭০ রানের বিশাল দূরত্বে পিছিয়ে পড়ায় ম্যাচটা আর নিজেদের করে নিতে পারেনি কোয়েটজারের দল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৬ রানে থেমেছে স্কটল্যান্ডের ইনিংস।

আরও পড়ুনঃ টানা চার জয়ে আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছাল বাবর আজমের দল

আগে ব্যাট করা নিউজিল্যান্ডের দু’শ রান করার সুযোগ ছিল। যদিও প্রথম ১০ ওভার শেষে রান তোলার গতি তেমন ছিল না উইলিয়ামসনের দলের। ৩ উইকেটে ৭০ রান তোলে নিউজিল্যান্ড। তখন উইকেটে ৩০ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন মার্টিন গাপটিল।

১৯তম ওভারে গাপটিল যখন আউট হলেন তাঁর নামের পাশে ৫৬ বলে ৯৩! ৭ ছক্কা ও ৬ চারে ইনিংসটি সাজান এ ওপেনার। শেষ ১০ ওভারে ১০২ রান তুলেছে নিউজিল্যান্ড। প্রথম ১০ ওভারে রান তোলার গতি আরেকটু বাড়ালে দুই শ রানের দেখা পেত কিউইরা। ৩৭ বলে ৩৩ রান করেন গ্লেন ফিলিপস।

আরও পড়ুনঃ ফেস রিকগনিশন বন্ধ করছে ফেসবুক, বিলিয়ন মানুষের ডেটা মুছে ফেলার সিদ্ধান্ত

স্কটল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ব্র্যাড হুইল ও সাফিয়ান শরীফ। নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন রানের খাতা খোলার আগেই তাঁর বলে আউট হন। আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্টে এই প্রথম ০ রানে আউট হলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের হয়ে ২৯ রানে ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৪২ রানে ২ উইকেট সোধির। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার পান মার্টিন গাপটিল, তাঁর দূর্দান্ত ইনিংসের জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here