রানের পাহাড় ভারতের,তবুও হার নিউজিল্যান্ডের কাছে

0
66

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

পরপর পাঁচটি টি ২০ ম্যাচে জিতে আত্মবিশ্বাসে ভরপুর ভারত মাঠে নেমেছিল বুধবার। প্রথমে ব্যাটে নেমে করেওছিলো রানের পাহাড়। তবুও শেষ রক্ষা হলো না, রস টেলরের দুরন্ত সেঞ্চুরির কাছে বশ্যতা স্বীকার করতে হলো টিম ইন্ডিয়াকে। নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে।

ross taylor | newsfront.co
রস টেলর। চিত্র সৌজন্যঃ আইসিসি টুইটার

প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার পৃথ্বী শ ২০ ও মায়াঙ্ক আগরওয়াল ৩২ রান করে আউট হন। সেখান থেকেই ভারতীয় ব্যাটিংকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার।

কোহলি ফিরতে সেই জায়গা নেন লোকেশ রাহুল। ৮৮ রানে নট-আউট থাকেন লোকেশ রাহুল। বিরাট কোহলি ৬৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন। শ্রেয়াস আয়ার তাঁর ওডিআই কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটি সেরে ফেলেন এই ম্যাচে।

আরও পড়ুনঃ কিউয়িদের ৫-০ করার আশায় কোহলিরা

১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৩ রান করেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট নেন কলিন ডে গ্র্যান্ডহোম ও ইশ সোধি।

এদিন শুরু থেকেই রান তারা করেছিলো কিউইরা। ১০টি চার ও চারটি ছয়ের সাহায্যে টেলরের (৮৪ বলে অপরাজিত ১০৯) ইনিংস চার উইকেটে জেতাল নিউজিল্যান্ডকে।

যোগ্য সঙ্গ দিলেন হেনরি নিকোলাস (৭৮)ও টম লাথাম(৬৯)। ৪৮.১ ওভারেই ছয় উইকেট হারিয়ে ৩৪৮ রান তুলে নেয় ব্ল্যাক ক্যাপ্সরা। তবে এই ম্যাচ অনেক প্রশ্নের সামনে দাঁড় করাল ভারতীয় বোলিংকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here