সফল হলেও রক্ষা করা গেলো না কোচবিহারে জন্মানো টেস্টটিউব বেবিকে

0
24

মনিরুল হক, কোচবিহারঃ

শেষ পর্যন্ত সফল না হলেও ৬২ বছর বয়সে কোচবিহারে টেস্টটিউব সন্তানের জন্ম হল। যদিও শেষ পর্যন্ত জীবিত থাকল না ওই সদ্যজাত। বুধবার এক মহিলা একটি পুত্র সন্তানের জন্ম দেন। ১৯৯৫ সনে তুফানগঞ্জের ৭ নং ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় নিঃসন্তান দম্পতি ছিলেন।

newborn baby dead in hospital at cooch behar | newsfornt.co
নিজস্ব চিত্র

এরপর তারা টেস্টটিউব বেবির প্রসবের জন্য উদ্যোগ গ্রহণ করেন। দীর্ঘ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে কোচবিহারের একটি বেসরকারি নার্সিং হোমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু শেষ পর্যন্ত জীবিত অবস্থায় এই পৃথিবীকে দেখল না সদ্যোজাত।

newborn baby dead in hospital at cooch behar | newsfornt.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রায়দিঘীতে ধর্ষণের শিকার চারবছরের শিশু, পলাতক অভিযুক্ত

চিকিৎসক রাধাকান্ত পাল জানান, কোচবিহারে এধরণের উদ্যোগ আগে গ্রহণ করা হয়নি। মা সুস্থ রয়েছেন। মহিলাটি জনস্বাস্থ্য কারীগরী দফতরের কর্মী। স্বামী অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বর্তমানে এই দম্পতি কোচবিহার নেহরু নগরের রামকৃষ্ণ স্মরণী এলাকায় বসবাস করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here