সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে মালদহ মেডিকেলে উত্তেজনা

0
40

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

malda medical hospital | newsfront.co
নিজস্ব চিত্র

শিশু মৃত্যুকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগের সামনে। শুক্রবার গভীর রাতে ওই ঘটনায় মৃত শিশুর পরিবারের লোকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের আরও অভিযোগ, প্রসব হয়ে যাওয়ার ৮ ঘন্টা পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় তাদের শিশু মারা গিয়েছে।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

তাদের অভিযোগ, যখন তাদের রোগীকে প্রসব করার জন্য নিয়ে যাওয়া হয় তখন তাদেরকে জানানো হয়নি। পাশাপাশি তাদের রোগীকে ডেলিভারিতে নিয়ে যাওয়া হয় দুপুরে। তখনও তাদেরকে জানানো হয়নি। দীর্ঘ কয়েক ঘন্টা পর তাদেরকে বলা হয় তাদের শিশু মারা গিয়েছে।

আরও পড়ুনঃ বন্ধুদের সাথে মনোমালিন্য, আত্মহত্যা স্কুল ছাত্রের

member | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে তাদের শিশু মারা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইংরেজবাজার থানার বিশাল পুলিশবাহিনী মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ছুটে আসেন।

housewife | newsfront.co
নিজস্ব চিত্র
malda hospital | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ পরিবারের

জানা গিয়েছে, পরশুদিন ইংরেজবাজার শহরের গয়েশপুরের বাসিন্দা শামীম হোসেন তার স্ত্রী নাসরিন পারভীনকে মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। তারপর শুক্রবার তাকে প্রসব করার জন্য চিকিৎসকরা ওটিতে নিয়ে যান।

তার বহু সময় পরে মৃত শিশুর ঘটনা জানতে পারেন পরিবারের লোকজন। যদিও এই বিষয়ে মৌখিকভাবে জানালেও লিখিত ভাবে কোন অভিযোগ দায়ের করেনি মৃত শিশুর পরিবারের লোকেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here