নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
সদ্যোজাতর শিশুর মৃতদেহ উদ্ধার দক্ষিন দিনাজপুর জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনের ডাস্টবিন থেকে।সদ্যোজাত শিশুর মৃতদেহটি বাইরে থেকে কেউ এখানে ফেলে গিয়েছে বলে দাবী হাসপাতাল সুপারের।দক্ষিণ দিনাজপুর সদর হাসপাতালে আছে দশ তলার সুপার স্পেশালিটি বিল্ডিং। সুপার স্পেশালিটির পেছনে একটি অস্থায়ী ডাস্টবিন আছে বালুরঘাট পুরসভার।হাসপাতালের পরিত্যক্ত নোংরা আবর্জনা সেখানে ফেলা হয়।
সোমবার সকালেও পুরসভার জঞ্জাল বহনকারী গাড়ি আসে আবর্জনা তুলতে।সেইসময় কর্মীরা দেখতে পান একটি লাল প্লাস্টিক ব্যাগে মাস সাতেকের একটি সদ্যজাতর দেহ।সাথে সাথে তারা খবর দেন হাসপাতাল সুপারকে। ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়।কেননা হাসপাতাল এইটি সেখানে ফেলার কথা নয়।আবার বাইরে বা দূরে থাকা নার্সিং হোম থেকে সেটি এনে ফেলা হয়েছে কিনা তা নিয়েও ধন্দ দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ জেলের জালে সদ্যোজাত শিশুর মৃতদেহ
বালুরঘাট পুরসভার সাফাই কর্মী মানব রবিদাস বলেন,তিনি ডাস্টবিন পরিস্কার করতে গিয়ে দেখতে পান প্রথম।সাথে সাথে হাসপাতাল সুপারকে গিয়ে জানান।তবে এই প্রথম নয়, এর আগেও এই ডাস্টবিনে মিলেছে ভ্রুণ ও অপরিণত সদ্যজাতর দেহ।তবে আগেরবার তিনি হাসপাতালে গিয়ে জানাননি।
বালুরঘাট জেলা হাসপাতাল সুপার তপন বিশ্বাস বলেন,খবরটি পাওয়ামাত্র তিনি লেবার রুমের ইন চার্জ সিস্টারকে ডেকে পাঠান।তাদের রেকর্ড অনুযায়ী এই ধরণের সাত আট মাসের দেহ হাসপাতালের নয়।বাইরে থেকে এনে এইটি ফেলা হয়েছে বলে তিনি মনে করেন। ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584