নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে গতকাল উন্মুক্ত হৃৎপিন্ড নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সবং হাসপাতালে স্থানীয় বাসিন্দা সুষমা দাসমাল-কে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয়। পরে এই হাসপাতালেই তিনি একটি শিশুর জন্ম দেন। কিন্তু সেই শিশু কে দেখেই চমকে ওঠেন ডাক্তারবাবুরা। সদ্যজাতর হৃৎপিন্ডটি শরীরের বাইরে বুকের ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে।
কাল বিলম্ব না করে সবং গ্রামীণ হাসপাতালের ডাক্তারবাবুরা এই সদ্যজাতটিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দেন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই শিশুকে ভর্তি রাখা হলেও পরে শল্যচিকিৎসার জন্য তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584