করোনা ভাইরাস নিয়ে নয়া পদ্ধতিতে সতর্কবার্তা নবদম্পতির

0
71

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

এবার নোভেল করোনা ভাইরাস সতর্কবার্তা দিল বর কনে। ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পর্যাপ্ত মাস্ক নেই সাগর গ্রামীন হাসপাতা‌লে । আত‌ঙ্কের মধ্যে দিন কাটছে এলাকাবা‌সীদের।

new couple | newsfront.co
করোনা নিয়ে সতর্কবার্তা দম্পতির। নিজস্ব চিত্র

দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত গ্রাম গঙ্গাসাগর ব্লক এলাকায় এবার এক অন্যতম ছবি ধরা পড়ল বিবাহ অনুষ্ঠানে। করোনা ভাইরাস সতর্কবার্তা দিয়ে বৈবাহিক জীবনে পা রাখলেন অম্লান ও উপম।

mask for corona | newsfront.co
ক্যাটারারদের মুখে মাক্স। নিজস্ব চিত্র

সারা বিশ্বে যখন করোনা ভাইরাস একটি মহামারীর আকার ধারণ করেছে, আর ঠিক সেখানে সাগর ব্লকের বইচবারি এলাকার নবদম্পতি মুখে মাস্ক পরে বিবাহ অনুষ্ঠানে মানুষকে সতর্ক হওয়ার জন্য বার্তা দিলেন।

corona protection | newsfront.co
নিজস্ব চিত্র

তারা জানান আজ বিশ্বে নোভেল করোনা ভাইরাস একটি মহামারির আকার ধারণ করেছে। সেখানে দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে কোন রকম গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হতে।

আরও পড়ুনঃ করোনাভাইরাস আতঙ্কে বন্দরেও সতর্কতা, জানাল পোর্ট ট্রাস্ট

বরং করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক হওয়ার জন্য তারা বার্তা দেন। এমনকি উপমা ও অম্লান তাদের বিয়েতে ক্যাটারারদের মাস্ক পরার জন্য উৎসাহিত করে। তাই বিয়ে বাড়িতে প্রত্যেক ক্যাটারারা নিজেদের মুখে মাস্ক পরে এবং হাতে গ্লাভস পরে খাবার পরিবেশন করে।

তবে এখন প্রশ্ন সাগরদ্বীপ নি‌য়ে। লক্ষ লক্ষ তীর্থ যাত্রী সেখা‌নে সাগ‌রে আসেন। সেখা‌নে হাসপাতালে নেই পর্যাপ্ত মাস্ক। ফ‌লে অসর্তকতার মুখে তীর্থ যাত্রীরা ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here