বৌভাতের অনুষ্ঠানে করোনার সচেতনামূলক উদ্যোগ নব দম্পতির

0
103

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

করোনা ভাইরাসের জেরে চিন্তিত গোটা বিশ্ব। পৃথিবীর নটি দেশ আতঙ্কে জর্জরিত। ভারতবর্ষেও মারা যাচ্ছে বহু মানুষ। বাজারে স্যানিটাইজার থেকে মাক্স সবই অমিল হয়ে যাচ্ছে। সেখানে কিছুটা হলেও একটু প্রচেষ্টার মধ্য দিয়ে একটি সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা করলেন সদ্য বিবাহিত নব দম্পতি।

corona sincere | newsfront.co
নব বধু শিশুকে মাস্ক পরিয়ে দিচ্ছেন। নিজস্ব চিত্র

জানা গেছে, মুর্শিদাবাদের বহরমপুরের সুরজিৎ ধরের সাথে রূপালি দাসের বিয়ে হয় ১৩ মার্চ শুক্রবার। রবিবার ছিল তাদের বৌভাতের অনুষ্ঠান। এইদিন ধর পরিবারের পক্ষ থেকে ভাইরাস সংক্রমণের বিষয়ে মানুষকে সচেতন করতে এক অভিনব উদ্যোগ নেন।

corona awareness | newsfront.co
অভিনব উদ্দ্যোগ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠান

বৌভাতের অনুষ্ঠানে পাত্র সুরজিৎ ধর ও পাত্রী রুপালি দাস ধর উভয়ে ছোট থেকে বড় প্রায় ২০০ জন নিমন্ত্রিতদের হাতে তুলে দেন মাক্স।

newly married couple | newsfront.co
শিশুদের সাথে নব বধু। নিজস্ব চিত্র

বিশেষ করে বাচ্চাদের ও কর্মরত যারা মহিলা আছেন তাদের বেশির ভাগেরই হাতে তুলে দেওয়া হল এই মাক্স। পাশাপাশি বেশ কিছু বয়স্ক ও ছেলেদেরও মাক্স দিলেন তারা।

এ নিয়ে বর ও কনে জানালেন এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে মানুষকে সচেতন করাই ছিল তাঁদের লক্ষ্য। ধর পরিবারের লোকজনের এই পরিকল্পনা নেওয়ায় খুশি নিমন্ত্রিত সকলেই। নতুন জীবনের শুরুতে এই রকম একটি মহৎ উদ্যোগে খুশি হয়ে বহু নিয়ন্ত্রিতরা সাধুবাদও জানালেন গোটা পরিবারকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here