মান্নান শূন্য মুর্শিদাবাদ তৃণমূল জেলা সভাপতি পদে সুব্রতর অভিষেক

0
136

নিজস্ব সংবাদদাতা , বহরমপুরঃদ্বিতীয় বারের জন্য ফের মুর্শিদাবাদ জেলার তৃনমূল কংগ্রেস সভাপতি হলেন সুব্রত সাহা। সাগরদিঘীর দু-দুবারের বিধায়ক সুব্রত সাহা দ্বিতীয় বারের জন্য জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি হলেন। মান্নান হোসেনের মৃত্যুর পর সাগরদিঘীর বর্ষীয়ান বিধায়ককে শুক্রবার বিকেলে রাজ্য নেতৃত্ব জেলা সভাপতি হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত জানান। সুব্রতর সঙ্গে জেলার মন্ত্রী ও জঙ্গীপুরের বিধায়ক জাকির হোসেন ও মান্নান পুত্র সৌমিক হোসেনকে জেলা 
তৃনমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নিযুক্ত করা হয়েছে। 

সংগৃহীত ছবি

তৃনমূল দলীয় সূত্রে জানা গিয়েছে,  ২০১০সালে তৎকালীন জেলা সভাপতি অতীশ সিংহের মৃত্যুর পর প্রথমবার জেলা সভাপতি নিযুক্ত হন সুব্রত সাহা। ২০১০থেকে ২০১২সাল পর্যন্ত টানা দু’বছর জেলা সভাপতির দায়িত্ব সামলেছিলেন তিনি। ২০১১সালে তৃনমূল রাজ্যের ক্ষমতায় আসে। সেইসময়  মুর্শিদাবাদ থেকে একমাত্র তিনিই বিধায়ক নির্বাচিত হন। তাঁকে রাজ্যের মন্ত্রীও করা হয়। কিন্তু কিছুদিন পর তাঁকে জেলা সভাপতি ও মন্ত্রী দুই পদ থেকেই অব্যাহতি দেওয়া হয়। ফের 2016 সালে বিধায়ক নির্বাচিত হন সুব্রত সাহা। জেলা সভাপতি হন সদ্য কংগ্রেস ত্যগী মান্নান হোসেন।

সংগৃহিত ছবি

মান্নান হোসেনের সভাপতিত্বে মুর্শিদাবাদের অধীর গড়ে ফাটল ধরতে থাকে। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুর পর জেলা সভাপতির পদটি শূূূূন্য হয় অভিভাবকহীন হয় মুর্শিদাবাদ তৃনমূল। আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে তারপরই ওই পদ পূরনের তোড়জোড় শুরু করে রাজ্য নেতৃত্ব।শুক্রবার তৃনমূল ভবন থেকে জেলা সভাপতি ঘোষণা করা হয় সুব্রত সাহাকে। তার সঙ্গে সৌমিক হোসেন ও মন্ত্রী জাকির হোসেনকে জেলার কার্যকরী সভাপতি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here