ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
এবার মমতা রাগে গান বাঁধলেন কবীর সুমন। করোনা মোকাবিলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছেন। এনিয়ে অবশ্য তাঁর ভূয়সী প্রশংসা সর্বস্তরেই।
আর এবার করোনা মোকাবিলায় মমতা ব্যানার্জির প্রশংসা করে তাকে নিয়ে রাগ বাঁধলেন প্রাক্তন সাংসদ, লেখক, গায়ক কবীর সুমন । সুমন লিখেছেন,”তোমাকে দেখি সময়ের সাথে আছো ঠায়, তোমাকে শুনি এই রাগে এই মমতায়/ তোমাকে পাই আটপৌঢ়ের সাবলীলে, তুমি রয়েছো মানুষের পাশে, রাস্তায়/ তোমাকে দেখি সহজ শ্যামল দেশে তুমি, তোমাকে দেখি আমার গানের পটভূমি…”
আরও পড়ুনঃ উত্তরবঙ্গে করোনা ভাইরাস পরীক্ষা কেন্দ্র চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর
সুমন জানিয়েছেন এই মমতা রাগ নতুন নয়। গত বছর মে মাসে তিনি একটি নতুন রাগ তৈরি করেছিলেন নাম দিয়েছিলেন ‘মমতা ‘। আর এবার সেই মমতার রাগেই মুখ্যমন্ত্রীকে নিয়ে লিখলেন তিনি।
উল্লেখ্য এর আগে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে লিখেছেন কবীর সুমন। মমতা ব্যানার্জীর হাত ধরে বাংলার যে উন্নয়ন হয়েছে তার ভূয়সী প্রশংসার ছাপ বারবার ফুটে উঠেছে তার কলমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584