নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
“পরকীয়া করলে মন ভাল থাকে” কথাটা মজার ছলে বলে অনেকেই। কিন্তু যার স্বামী বা স্ত্রী পরকীয়াতে লিপ্ত হয় তারাই জানে এর মর্ম। অশান্তি, চুলোচুলি, সন্দেহ, ঝগড়া, ষড়যন্ত্র সব নিয়ে মোটামুটি দুর্বিষহ হয়ে ওঠে জীবনটা। ব্যাপারটা খুব সিরিয়াস। তবে, এই সিরিয়াস বিষয়টিই মজার ঢঙে আসতে চলেছে নিউজফ্রন্ট বাংলার প্ল্যাটফর্মে।
ব্যাপারটা খুলে বলি। কদিন আগে জানানো হয় নিউজফ্রন্ট বাংলায় আসছে ‘ট্র্যাশ লাভ’। আসলে ওটা একটা চমক ছিল। আপনাদের মস্তিষ্কটিকে আরেকটু ব্যস্ত করার ইচ্ছা ছিল পরিচালক সত্যজিতের।
ট্র্যাশ নয়, আসছে ‘ক্র্যাশ লাভ’। পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রী’র মধ্যে চুড়ান্ত অশান্তি কমেডির মোড়কে মুড়েছেন সত্যজিৎ। গোটা শর্ট ফিল্মটিকে অ্যানিমেশনে বানিয়েছেন তিনি৷ কারণ এই মুহূর্তে অভিনেতা-অভিনেত্রীকে হাজির করা সম্ভব নয়। সবাই রয়েছেন গৃহবন্দি। কিন্তু গল্প বলিয়েদের কি থামিয়ে রাখা যায়? রাখা যায়নি সত্যজিৎকেও।
আরও পড়ুনঃ ছক ভাঙা প্রেমের গল্প বলবে ‘সোনাবন্ধু’
শুধু তাই নয়, নিউজফ্রন্ট বাংলাও চেয়েছে গৃহবন্দি পাঠক, দর্শককে একটু অন্যরকমের বিনোদন দিতে। তাই এই নয়া উদ্যোগ। খুব শীঘ্রই নিউজফ্রন্ট বাংলার প্ল্যাটফর্মে আসছে ক্র্যাশ লাভ, ‘বৌয়ের ফাঁদে’। তাই চোখ রাখতে ভুলবেন না নিউজফ্রন্ট বাংলার প্ল্যাটফর্মে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584