নিউজফ্রন্ট খবরের প্রতিক্রিয়াঃ স্টেশন পরিদর্শনে রেল আধিকারিক,দেখলেন যানজট

0
77

সুদীপ পাল,বর্ধমানঃ

Newsfront News reactions and railway visit railway officer
যানজট।নিজস্ব চিত্র

বর্ধমান রামপুরহাট লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন গুসকরা।রেলগেটে যানজট গুসকরার নিত্যদিনের সমস্যা।পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গুসকরা স্টেশনে এলেন, দেখলেন।কিন্তু বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠছে,যেদিন তিনি এলেন সে দিনেই ব্যাপক রেলগেটে যানজট ভোগান্তি পোহাতে হলো।তিনি চলে যাবার পরেও রেলগেটে যানজট সমস্যা মিটবে কি?পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এইচ রাও গুসকরা স্টেশন পরিদর্শনে আসেন। ফলে প্রায় ৪৫ মিনিট ধরে গুসকরা রেলগেট বন্ধ ছিল।আর তাতেই এত যানজটের সৃষ্টি হয় যে রেলগেট দীর্ঘক্ষন খোলা রেখেও যানজট সমস্যা মেটানো যায়নি।পরে রেল প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে যানজট সমস্যা মোকাবিলা করা হয়। স্টেশন ম্যানেজার উত্তম দে স্বীকার করছেন এতটা যানজট হবে সেটা তাঁরা বুঝতে পারেননি।গুসকরার বাসিন্দাদের বক্তব্য, আউসগ্রাম এবং দুর্গাপুর যেতে হলে এই রেলগেট পেরোতে হয়। কিন্তু এমনিতেই দীর্ঘক্ষন যদি রেল গেট বন্ধ থাকে তাহলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষকে আগেও বহুবার বলা হয়েছে যে এখানে ফ্লাইওভার তৈরি করা যায়।কিন্তু সে বিষয়ে এখনও কোনো কাজ শুরু হয়নি। যদিও এদিন কর্তাদের তরফ থেকে জানা যায় ষ্টেশনের পরিকাঠামো দেখে তিনি খুশি। যাত্রীদের পক্ষ থেকে জানানো হয় যে গুসকরা স্টেশনে কয়েকটি এক্সপ্রেস ট্রেন স্টপেজ দেওয়া, প্ল্যাটফর্ম বাড়ানো, অনুসন্ধান কেন্দ্র খোলা, সকালে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের আগে হাওড়া যাওয়ার একটি ট্রেন চালু সহ বেশ কয়েকটি আর্জি জানানো হয়।প্রসঙ্গত উল্লেখ্য গুসকরার প্ল্যাটফর্ম ছোট হওয়ায় ট্রেনের শেষের দিকের বগিগুলি প্লাটফর্ম পায় না। ফলে লাইনেই নামতে হয় যাত্রীদের যা অসুবিধের।বিষয়টি নিয়ে নিউজ ফ্রন্ট আগেই খবর করেছিল। এখন জিএম প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শীঘ্রই শুরু করার আশ্বাস দিয়েছেন।বাকি বিষয়গুলি তিনি রেলবোর্ডকে জানাবেন বলেও জানান। স্টেশনের পরিচ্ছন্নতায় খুশি হয়ে কিছু টাকা পুরস্কারও তিনি দিয়েছেন বলে জানা যায়।

আরও পড়ুন: বর্ধমানে বন্ধ ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এর প্রদর্শন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here