শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
এই লকডাউনের সময় সাধারণ মানুষকে সচেতন করতে সংবাদমাধ্যমের গুরুত্ব অস্বীকার করা যাবে না। টেলি মিডিয়ার পাশাপাশি প্রিন্ট মিডিয়াও সমানভাবে জীবনের ঝুঁকি নিয়ে খবর পরিবেশন করে চলেছে।
কিন্তু লকডাউনের কারনে বেশ কিছুদিন দক্ষিণ দিনাজপুর জেলায় সংবাদপত্র আসা বন্ধ থাকার কারণে সংবাদপত্রের বিক্রি বন্ধ ছিল। তাই ব্যাপক সমস্যায় পড়েছিলেন সংবাদপত্র বিক্রেতারা।
আরও পড়ুনঃ লকডাউনের মধ্যেও অনিয়ন্ত্রিত জীবনযাপন অব্যাহত আলিপুরদুয়ারে
যদিও বেশ কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার সংবাদপত্র আসা শুরু করলেও করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় সংবাদপত্র বিক্রেতারা পাঠকদের বাড়ি বাড়ি গিয়ে এই পত্র পৌঁছে দিতে পারছেন না। ফলে সংবাদপত্র বিক্রেতারা রয়ে গেছেন সেই তিমিরেই, যার জেরে তাদের ব্যাপকহারে লোকসানের সম্মুখীন হতে হচ্ছে।
তবে এদিন আরও জানা গেছে, সংবাদপত্র বিক্রেতাদের দোকান থেকে যেটুকু সংবাদপত্র বিক্রি হচ্ছে তা অতি নগণ্য। তাই কবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে পুনরায় তাদের নিত্য কর্মে ফিরতে পারবেন, এখন সেদিকে তাকিয়ে রয়েছে বিক্রেতারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584