নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনামুক্ত আগেই হয়েছে নিউজিল্যান্ড। তবুও বাইরের দেশ থেকে প্রবেশে জারি ছিল নিষেধাজ্ঞা। আইপিএল হওয়ার কথা শোনা গেলেও আগ্রহ প্রকাশ করেনি কিউইরা, তবে এখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ঘরের মাঠে চার দেশের সিরিজ ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷
পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি হোম সিরিজ খেলবে কিউই ব্রিগেড। সফরকারী দল গুলোর জন্য আইসোলেশনের ব্যবস্থা রাখা হচ্ছে। চার দেশই নিউজিল্যান্ড যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।
আরও পড়ুনঃ দশ দলেরই আইএসএল হওয়ার ইঙ্গিত
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া দলের নিউজিল্যান্ড সফর করার কথা ছিল৷ আর অস্ট্রেলিয়ার মহিলা দলের নিউজিল্যান্ডে খেলার কথা আগামী বছর ফেব্রুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ও টি-২০ সিরিজ খেলার কথা নিউজিল্যান্ডের। আর বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান-ডে ও টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে। তবে কোন কোন সময়ে খেলা হবে সেটা জানানো হয় নি। মনে করা হচ্ছে অক্টোবর মাস থেকে শুরু করা হবে। সেটা হলে কিউই ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়ে প্রশ্ন দেখা দেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584