আনিসুর রহমান, কোলকাতা:
সেই আবার একটি দিন পড়লো-আগস্টের দ্বিতীয় সপ্তাহে। প্রতিক্ষার অবসান কবে হবে কারুর জানা নেই। কিন্তু যখনই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ব্যাপারে মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত কোন আমলা-অফিসারদের(সে কমিশনের চেয়ারম্যান হন বা MAMED-এর যে কোন সচিব) জিজ্ঞাসা করা হয় তখনই তারা মনে করিয়ে দেন সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী তারিখ।তাঁদের আশ্বাস মিশ্রিত দাবি- পরবর্তী তারিখেই(যেমন গত ১৮ই জুলাই) কিছু একটা রায় হয়ে যাবে। কিন্তু সেটা যে আশ্বাসই তা আজ প্রমাণ হয়ে গেল। আজই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলাকারি ম: রফিকের উকিল মারফত জানা যায় যে বিশেষ কারণে কোর্টের কাজ আজ সংক্ষিপ্ত হওয়ায় ,মামলার উল্লেখের পরই আগস্টের দ্বিতীয় সপ্তাহে পরবর্তী শুনানির দিন ধার্য হয়-বিস্তারিত শুনানি হয়নি।তাই সবার মনে প্রশ্ন – আদৌও কি ফাইনাল রায় এতো তাড়াতাড়ি হবে?
হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সহ লিভগ্ৰান্টৈর সুবিধা থাকায় নিয়োগের ক্ষেত্রে কোন বাঁধা নেই-সেই দাবিকে সমর্থন করে একটি দৈনিক পত্রিকায় বিবৃতিও দেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিক্ষা বিষয়ক আইনজীবী এক্রামুল বারি।
তাই , কোনো আইনগত জটিলতা না থাকা স্বত্তেও মামলার দোহায় দিয়ে নিয়োগ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পাশ করে বসে থাকা প্রায় চার হাজার সফল প্রার্থী।
এদিকে আবার ক্ষতি হচ্ছে প্রায় আট লক্ষ প্রান্তিক সমাজের ভবিষ্যত প্রজন্মের পড়াশোনা। কিন্তু অদ্ভুতভাবে এখনও ,জুনিয়র হাই মাদ্রাসা গুলোকে উন্নিত করা হচ্ছে হাই মাদ্রাসায়-শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকা সত্ত্বেও। তাই বিভিন্ন বুদ্ধিজীবীমহল থেকে প্রশ্নও উঠছে এই নতুন উন্নিত প্রতিষ্ঠানগুলির ছাত্র-ছাত্রীদের পড়াবে কারা? -এ বিষয়ে চিন্তা প্রকাশ করে SDPI-এর রাজ্য সম্পাদক তায়েদুল ইসলাম বলেন -‘যতদিন না মুল মামলার ফাইনাল রায় হচ্ছে, ততদিন মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ হোক।’
শেষবার মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের যে পরীক্ষা হয় , সেই পরীক্ষায় সফল চার হাজার প্রার্থীদের মধ্যে অন্যতম – পারভেজ খান আজ নিউজ ফ্রন্টের প্রতিনিধিকে জানান ” এই ব্যাপারে সরকারের ভুমিকা নিয়ে ক্ষোভ তো আছেই।সরকার ব্যাপারটিকে যে কোন উপায়ে ডিলে করছে।আমরা কিন্তু এবার বৃহত্তম আন্দোলনের পথে ঝাঁপাবো-কারণ আমরা তিন বছর ধরে ধৈর্য্য দেখিয়েছি,আর নয়”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584