তামিম ইকবাল, বীরভূমঃ
আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে
বীরভূম জেলার বেশ কিছু সরকারি মাদ্রাসায় চলছে অবৈধ নিয়োগ প্রক্রিয়া এবং কিছু জাল নিয়োগও হয়েছে- একসঙ্গে দুই জায়গায় চাকরি করে বেতন হিসাবে সরকারি টাকা নয়ছয় করে। জেনেও চুপচাপ জেলা পরিদর্শক।
উপরোক্ত অভিযোগ তুলে আগামীকাল বীরভূম জেলা স্কুল পরিদর্শক অফিস ঘেরাও করতে চলেছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের নেতৃত্বে জেলার শিক্ষনুরাগী জনগণ।
আদালতের নির্দেশকে অমান্য করে শিক্ষককর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে জেলার মাড়গ্ৰাম হাইমাদ্রাসা পরিচালন কমিটির । ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পাওয়া মুস্তাক আলী একই সঙ্গে বীরভূমের মেটেকোনা আবুতাহের সিনিয়র মাদ্রাসা ও ঝাড়খণ্ডের কোডার্মা জওহর নবোদয় বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। কিন্তু নিশ্চুপ জেলা শিক্ষা দপ্তর থেকে শুরু করে রাজ্য মাদ্রাসা শিক্ষা দপ্তর ও প্রশাসন।
নবান্ন পর্যন্ত নির্বাক দর্শকের ভূমিকা পালন করে চলেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু সরকারের তরফে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।তাই আগামী বৃহস্পতিবার শিউড়িতে অবস্থিত জেলা শিক্ষাভবন ঘেরাও করা হবে বলে জানিয়েছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের তরফে মীর রবিউল ইসলাম।
উল্লেখ্য, কমিশনের বৈধতা নিয়ে কেস হওয়ার পর থেকেই হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার বদলি আটকে আছে, আটকে আছে মৃত্যুজনিত কারণের চাকরিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584