৫০০ জন দুঃস্থদের খাদ্য, মশারী দান এগরার ভূমিপুত্রর

0
43

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

করোনা এবং বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান কবলিত পূর্ব মেদিনীপুর জেলার এগরা নগর এলাকার ৫০০ জনেরও বেশি অসহায় দুঃস্থ মানুষদের সাহায্যার্থে খাদ্য সামগ্রী এবং মশারী বিতরণের আয়োজন করেন এগরার ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী বিদেশ পাত্র।

food distrabute | newsfront.co
নিজস্ব চিত্র

এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিদেশ পাত্র, অমল কুমার সর, সুধাংশু জানা ও ধীরেন মাইতি। এগরা সবজি মার্কেটের ওপর এদিন বিকেলে এই ত্রাণ শিবিরটি হয়। ত্রাণশিবিরে উপস্থিত বিশিষ্ট মানুষজনদের হাতে কিছু চারাগাছ এবং চন্দনের ফোঁটা লাগিয়ে বরণ করে নেওয়া হয়।

আরও পড়ুনঃ কেশিয়াড়ীতে বিজেপি থেকে তৃণমূলে ৫০ জন কর্মী

সাধারণ মানুষদের দূরত্ব বজায়ের ক্ষেত্রে কেউ কাউকে স্পর্শ যাতে না করতে পারে, হুড়োহুড়ি না হয় সেক্ষেত্রে তিনি সতর্কতা বজায় রাখার কথা বলেন। বর্ষায় উপদ্রব বাড়বে, তাই ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের হাত থেকে নিজেদের বাঁচাতে তিনি মশারি তুলে দেন প্রত্যেকের হাতে। এমন দান পেয়ে বেজায় খুশি এগরার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here