কৃষক আন্দোলনে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? ৪ রাজ্যকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

0
19

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কেন্দ্রীয় ৩ কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘ প্রায় ১০ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। মূলত দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে এই কৃষক আন্দোলনের প্রভাব সবথেকে বেশি চোখে পড়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সহ এই চার রাজ্যের প্রশাসনিক শীর্ষ ব্যক্তিদের নোটিস পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন।

Delhi Farmers Protest

এই চার রাজ্যের মুখ্য সচিব, তিন রাজ্যের ডিজি এবং দিল্লির পুলিশ কমিশনার-এর কাছে কমিশন জানতে চেয়েছে কৃষক আন্দোলনের প্রভাবে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে? শিল্প এবং গণপরিবহণে কী প্রভাব পড়েছে? কি ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে কমিশন।

আরও পড়ুনঃ ‘ষাঁড়, মোষ ও মহিলারা’ এখন নিরাপদ, বিতর্কিত মন্তব্য খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর

কমিশনের নোটিসে বলা হয়েছে, কৃষক আন্দোলনের বিরূপ প্রভাব পড়েছে শিল্প উৎপাদনের ক্ষেত্রে। ক্ষতিগ্রস্ত হয়েছে এমএসএমই সেক্টর। প্রভাব পড়েছে গণপরিবহনে। অসুবিধার মুখে পড়েছেন পথ চলতি নিত্যযাত্রীরা, বিশেষ ভাবে সক্ষম এবং প্রবীণরা। বিভিন্ন রাস্তায় যানজট তো হয়েছেই পাশাপাশি অভিযোগ উঠেছে রাস্তা বন্ধ করে রাখার। শুধু তাই নয়, করোনা বিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলি কতদূর সত্য এবং তার প্রতিবিধানে কি কি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছে কমিশন।

আরও পড়ুনঃ ২৪ সেপ্টেম্বর মার্কিন সফর প্রধানমন্ত্রীর, বাইডেন রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম সফর মোদীর

লক্ষ্যণীয় বিষয় হলো, জাতীয় মানবাধিকার কমিশন কেন্দ্র সহ ৪ রাজ্যের প্রশাসনিক কর্তাদের থেকে জানতে চেয়েছে যে তাঁদের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এ প্রসঙ্গে আন্দোলনরত কৃষকদের ভাষ্য কোথাও জানতে চাওয়া হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here