নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পুরোনো মামলায় তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে জেরা করল এনআইএ।পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানার সিআরপিএফ-র কোবরা বাহিনীর ব্যাটেলিয়ানের সদর দফতরে বেলা ১১টা থেকে সাড়ে ৩টা অবধি এই জেরার কাজ চালিয়েছে এনআইএ-র ৪ সদস্যের একটি দল যাঁর নেতৃত্বে ছিলেন ডেপুটি পুলিশ সুপার মর্যাদার এক আধিকারিক।
১১বছর জেলে কাটানোর পর এই নতুন বিড়ম্বনা মাহাতোর সামনে যাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে জানিয়ে দিয়েছেন ছত্রধর। তিনি জানান, তৃণমূলে যোগ দিয়েছেন বলেই তাঁর বিরুদ্ধে এনআইএ কে ব্যবহার করা হচ্ছে।শনিবার আবার তিনি হাজির হয়েছেন শালবনী থানার সিআরপিএফ- র কোবরা বাহিনীর ব্যাটেলিয়ানের সদর দফতরে৷
জানা গিয়েছে, ২০০৯ সালের দু’টি মামলার নতুন করে তদন্ত শুরু করেছে এনআইএ। একটি লালগড়ের সিপিএম কর্মী প্রবীর মাহাতোর খুনের মামলা। অন্যটি জেলবন্দি ছত্রধরের মুক্তির দাবিতে বাঁশতলা স্টেশনে ভুবনেশ্বর-দিল্লি রাজধানী এক্সপ্রেস অবরোধের মামলা। কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রকের নির্দেশে এই মামলা দু’টির তদন্ত ভার নিয়েছে এনআইএ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের এক কলেজের দুর্নীতিতে নাম জড়াল প্রাক্তন জেলা সভাধিপতির
জানা গিয়েছে, ৪ জন অফিসার টানা ৪ ঘণ্টা ধরে ছত্রধরবাবুকে জেরা করেন। এদিন ফোনে ছত্রধরবাবু বলেন, “আমাকে আগে দু’তিনবার কলকাতার সল্টলেকে যেতে বলা হয়েছিল, কিন্তু আমি যাইনি। আমাকে নোটিস দিয়ে শালবনীর কোবরা ক্যাম্পে যেতে বলা হয়েছিল। সেইমতো গিয়েছিলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584