শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
বাদুড়িয়া থেকে ধৃত লস্কর লিঙ্কম্যান তানিয়া পারভিনকে জেরা করে ইতিমধ্যেই একাধিক তথ্য পেয়েছেন এনআইএ গোয়েন্দারা। তানিয়া দেখতে সুন্দরী ও কমবয়সী হওয়ায় তাকে হানিট্র্যাপ হিসেবেও ব্যবহার করত জঙ্গিরা, এটাও জানা গিয়েছে।
সম্প্রতি এনআইএ গোয়েন্দারা আরও জানতে পেরেছেন, পাকিস্তান ও বেঙ্গালুরুর বেশ কিছু ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ রাখত সে। কারণ হোয়াটসঅ্যাপ কলে রেকর্ড থাকে না। এরা কারা, তা জানতে এবার বেঙ্গালুরু পাড়ি দিল এনআইএ-র একটি তদন্তকারী দল।
আরও পড়ুনঃ ১৯ জন বিচারকের বদলি
প্রসঙ্গত, গত মার্চে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে কলেজ ছাত্রী তানিয়া পারভিনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্রাতিরিক্ত টাকা ঢোকা দেখেই সন্দেহ শুরু হয় গোয়েন্দাদের। তদন্তে বেরিয়ে আসে তার লস্কর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ। তাকে ব্যবহার করে এ রাজ্যের যুবক-যুবতীর মগজধোলাইয়ের মাধ্যমে এগোতে চেয়েছিল লস্কর-ই-তৈবা।
আরও পড়ুনঃ গরু পাচারের বিরুদ্ধে কলকাতা থেকে রায়পুর তল্লাশি চালাচ্ছে সিবিআই
কিন্তু তার আগেই সব জেনে ফেলে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। পরে ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। তাকে জেরা করে এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য পান গোয়েন্দারা।
জানা গিয়েছে, পাকিস্তান থেকে বিভিন্ন কমান্ড্যান্টরা নিয়মিত হোয়াটসঅ্যাপ কলে তাকে নির্দেশিকা পাঠাত। সেই মতো দেশের নানা পদস্থ সেনা ও নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করত।
এরকমই বেঙ্গালুরুর কয়েকজন সেনা আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল তানিয়ার। সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য এবার বেঙ্গালুরু পাড়ি দিলেন এনআইএ তদন্তকারী দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584