নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পুলওয়ামা আক্রমন ২০১৯, এই কেসের চার্জশিট পেশ করলো জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জইস ই মহম্মদ-এর প্রধান মাসুদ আজহার তার ভাই এবং পাকিস্তানের ১৯ জনের।
জম্মুর স্পেশাল এনআইএ কোর্টে পুলওয়ামা জঙ্গী হানার চার্জশিট পেশ করলো জাতীয় তদন্তকারী সংস্থা। ১৩,৫০০ পাতার এই চার্জশিটে অভিযোগ রয়েছে জইশ ই মহম্মদ-এর প্রধান মাসুদ আজহার, তার দুই ভাই আব্দুল রাউফ আজগর ও আম্মর আলভি, ভাইপো উমর ফারুক এর।
আরও পড়ুনঃ প্রশান্ত ভূষণের আদালত অবমাননা মামলায় রায় দান স্থগিত রাখল সুপ্রিমকোর্ট
ফারুক এর বাবা ইব্রাহিম আতার IC-814 বিমান হাইজ্যাকিং এ অভিযুক্ত। ২০১৯ এ পুলওয়ামা হামলার সময় আতার ভারতে ছিল এবং হামলায় তার হাত ছিল , অভিযোগ জাতীয় তদন্তকারী দলের, ২০১৯ মার্চে এক এনকাউন্টারে সুরক্ষা বাহিনীর হাতে সে মারা যায়।
আরও পড়ুনঃ বাড়ল বাস, ট্রাকের নথি পুনর্নবীকরণের সময়সীমা
জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বক্তব্য অনুযায়ী, এই চার্জশিট প্রযুক্তিগত, তথ্যগত এবং পারিপার্শ্বিক এক অকাট্য প্রমাণ যে পুলওয়ামা হামলায় পাকিস্তানের গভীর ষড়যন্ত্র ছিল। কল ডিটেলস, চ্যাট ইত্যাদি সব প্রমান নাকি মিলেছে জইশ ই মহম্মদ জঙ্গিদের জড়িত থাকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584