নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণের তদন্তে এনআইএ

0
30

নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ

গত ১৭ ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে যখন জাকির হোসেন ট্রেনের অপেক্ষায় ছিলেন তখন একটি বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। সেই বিস্ফোরণের তদন্ত শুরু করল এনআইএ।

Jakir Hossain | newsfront.co
ফাইল চিত্র

১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন রাজ্যের প্রতিমন্ত্রী জাকির হোসেন ও অন্তত আরও ২০ জন। কলকাতাগামী ট্রেনের অপেক্ষায় স্টেশনে উপস্থিত ছিলেন জাকির হোসেন। সেই সময়েই ঘটে বিস্ফোরণ। গুরুতর আহত হন জাকির হোসেন।

রাজ্য সরকার বিস্ফোরণের ঘটনার তদন্তের দায়িত্ব দেয় সিআইডির হাতে। এই ঘটনায় গত সপ্তাহে দুজনকে গ্রেপ্তারও করেছে সিআইডি। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ১২০ বি, ৩০৭ এবং বিস্ফোরণ আইনের ৩ও ৪ ধারায় এফআইআর ও নথিবদ্ধ করা হয়েছে।

এনআইএ-এর আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরক আইনে অভিযোগ দায়ের হয়েছে তবে ইউএপিএ বা সন্ত্রাসবাদী হামলার কোনো চার্জ এখনও পর্যন্ত গঠন করা হয়নি এই মামলায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এই মামলার দায়িত্ব নিয়েছে এনআইএ।

আরও পড়ুনঃ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সন্নিকটে বিক্ষোভ এসএসসি চাকরিপ্রার্থীদের

ঘটনার সময় রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে কলকাতাগামী ট্রেনের অপেক্ষায় ছিলেন। বিস্ফোরণের জেরে তাঁর পায়ে এবং তলপেটে গুরুতর আঘাত লাগে। আরও দুজন ব্যক্তি যাঁরা মন্ত্রীর সঙ্গে ছিলেন আহত হন তাঁরাও।

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে তৃণমূল ও সিপিআই এর রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এই হামলা, তবে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বও হামলার কারণ হতে পারে এনটাই জানান রেলের এক আধিকারিক। রেলের ওই আধিকারিক আরও বলেন, ” ২০১৭ সালে জাকির হোসেন নিজেই পুলিশে অভিযোগ জানিয়েছেন দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে, তাঁকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে। এ ঘটনায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই একমাত্র কারণ।”

আরও পড়ুনঃ ধাক্কা খেল রাজ্য সরকার! আনিসুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ‘না’ হাইকোর্টের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কার্যত বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন জাকির হোসেনের ওপর বোমা হামলায়। তিনি বলেন জাকির হোসেনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল ‘অন্য’ দলে যোগ দেওয়ার জন্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, “এটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। অনেকে বলছেন রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বেশ কিছুদিন ধরে ওর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য। তারাই হামলা চালিয়েছে।”

জাকির হোসেনের ওপর হামলার ঘটনার নিন্দা জানান বঙ্গ বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here