শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বারবার ৪ বার জঙ্গলমহলের তৃণমূল নেতা ছত্রধর মাহাতো আদালতে হাজিরা এড়ানোয় রীতিমত অস্বস্তিতে এনআইএ গোয়েন্দারা। ছত্রধর কতটা অসুস্থ, তা জানতে এবার তারা খোঁজখবর শুরু করলেন। শুক্রবার ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে বেশ কয়েকটি তথ্য জানতে চেয়েছেন এনআইএ গোয়েন্দারা।
প্রসঙ্গত, ২০০৯ সালে সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুনের মামলায় আদালতে হাজিরা দিতে এসেও বাইরে গাড়িতে বসেছিলেন ছত্রধর। পরে আদালতে করোনা পজিটিভ রিপোর্ট পেশ করেন তাঁর আইনজীবী। এই রিপোর্ট নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন এনআইএ গোয়েন্দারা। কারণ এত দ্রুত করোনা রিপোর্ট পেশ করা সম্ভব নয়।
আরও পড়ুনঃ বলবিন্দরের স্ত্রীকে উপহার মুখ্যমন্ত্রীর, আজ ছাড়া পাওয়ার সম্ভাবনা
শুক্রবার এনআইএ-র তরফে ঝাড়গ্রামের সিএমওএইচ-কে চিঠি দিয়ে তিনটি প্রশ্নের জবাব জানতে চাওয়া হয়েছে। প্রথমত, ঝাড়গ্রাম হাসপাতালের কোন চিকিৎসক ছত্রধরকে দেখেছিলেন।
আরও পড়ুনঃ জ্বর কমেছে, দিলীপ ঘোষের অবস্থা এখন স্থিতিশীল
দ্বিতীয়ত, ছত্রধরের করোনা পজিটিভ রিপোর্টটি ওই হাসপাতাল থেকেই দেওয়া হয়েছে কি না। তৃতীয়ত, ছত্রধরের সঙ্গে তারা কোন মোবাইল নম্বরে যোগাযোগ করেছেন। যেন তেন প্রকারে এভাবেই ছত্রধরের নাগাল পেতে চাইছেন এনআইএ গোয়েন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584