পিয়া গুপ্তা,ওয়েবডেস্কঃ
একের পর এক বিয়ে।বিয়ের মরসুম চলছে
বলিউডে বীর আনুষ্কার,দীপিকা রনবীরের পর এবার বিয়ের পিঁড়িতে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া।বৃহস্পতিবার ভোরে ই প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের দুই পরিবার বিমানে যোধপুরের উদ্দেশ্যে রওনা দিলেন।তবে পুরো বিয়েতেই আগত অতিথিদের বিয়ের অনুষ্ঠানে নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইল ব্যবহার করা বারন।

এদিন নিক পাশ্চাত্য পোশাকে ক্যামেরায় ধরা দিলেও প্রিয়াঙ্কা ও তাঁর মা মধু চোপড়া বেছে নিয়েছেন দেশীয় পোশাক।এদিন প্রিয়াঙ্কার পড়নে ছিল অফ হোয়াইট সালোয়ার ও রঙ্গোলি ওড়না।এদিনের বিমান সফরে নিক ও প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন মধু চোপড়া, কেভিন জোনস সহ অন্যান্যরা। নিক ও প্রিয়াঙ্কার বিয়ে উপলক্ষ্যে রাজস্থানের যোধপুরের উমেদ ভবনের নিরাপত্তা কয়েকগুন বাড়িয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি এবার রণবীর-দীপিকার রাস্তা অনুসরণ করেই নিজেদের বিয়েতে মোবাইল ফোন নিষিদ্ধ করে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর হবু স্বামী নিক জোনাস।বিয়ের অনুষ্ঠানে নির্দিষ্ট সময় পর্যন্ত মোবাইল ব্যবহার করতে পারবেন না অতিথিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584