পশ্চিম মেদিনীপুর জেলায় পথচলা শুরু ‘নিফা’-র

0
113

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

NIFAA | newsfront.co
নিজস্ব চিত্র

সংস্কৃতির প্রসার ও সামাজিক ব‍্যধি দূরীকরণে মেদিনীপুরে গঠিত হল সর্বভারতীয় সংগঠনের শাখা।বৃহস্পতিবার দিবসের সন্ধ্যায় মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করলো সর্বভারতীয় সাংস্কৃতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

NIFAA | newsfront.co
নিজস্ব চিত্র

ন‍্যাশানাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট এন্ড অ্যাক্টিভিস্টস্(নিফা)। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, মেদিনীপুর কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র বেরা, “নিফা”র রাজ‍্য শাখার কনভেনর অনিমেষ দেব রায়, মেদিনীপুর কুইজ কেন্দ্রের সভাপতি রিংকু চক্রবর্তী, হেল্পিংহ‍্যান্ডের কর্ণাধার বিশ্বনাথ দিকপতি,ডাঃ অন্বেষ প্রধান, ডাঃ মালিনী প্রধানসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। ন‍্যাশানাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট এন্ড অ্যাক্টিভিস্টস্ একটি সর্বভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভারতবর্ষের বৈচিত্রময় সংস্কৃতির প্রসার ও বিভিন্ন সামাজিক ব্যাধি গুলির বিরুদ্ধে মানুষকে সচেতন করা এই সংগঠনের প্রধান উদ্দেশ্য। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে সহায়তা দানের লক্ষ্যে “নিফা” নিরন্তর সক্রিয়। পণপ্রথা, মাদকাসক্তি, নারী নির্যাতনের বিরুদ্ধে এবং সমাজের অবহেলিত মানুষের উন্নয়ন শিশুদের মানসিক বিকাশ ও লোকসংস্কৃতির প্রসারে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রক কর্তৃক সেরা যুব সংগঠনের শিরোপা ছাড়াও দেশ-বিদেশের একাধিক সম্মান “নিফা”র উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি বহন করে

NIFAA | newsfront.co
নিজস্ব চিত্র

এছাড়া লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে, বিশ্ব শান্তি রক্ষায়, পারমাণবিক অস্ত্র মুক্ত পৃথিবী গঠন, কত্থক নৃত্যের প্রসার ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে অনন্যসাধারণ কাজের জন্য নিফা ৬টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী। নিফার কাজ দুটি ভাগে বিভক্ত। সাংস্কৃতিক ও সামাজিক। সাংস্কৃতিক বিভাগে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ এবং বিদেশের সাংস্কৃতিক সংস্থা গুলির সঙ্গে পারস্পারিক আদান-প্রদান ও সমন্বয় সাধন করে থাকে ।সামাজিক বিভাগ বিভিন্ন সামাজিক সচেতনতা শিবির,পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকল্পে কাজ করে।ভারতের ২২ টি রাজ্যে সংস্থার ৪০০০ শিল্পী ও স্বেচ্ছাসেবক শান্তিপর্ণ সুন্দর বিশ্ব গড়ার অঙ্গীকার নিয়ে ধারাবাহিক কাজ করে চলেছে। বেশ কিছুদিন প্রচেষ্টার পর পশ্চিম মেদিনীপুর জেলায় নিফার পথচলা শুরু হলো।

NIFAA | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর শহর ও জেলার বিভিন্ন প্রান্তের শিল্পী, চিকিৎসক সমাজকর্মী সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে নিফা এগিয়ে চলবে বলে সংগঠকদের বিশ্বাস। পশ্চিম মেদিনীপুর জেলায় নিফা যা করতে চায় , তা হলো,জেলার লোক সংস্কৃতির প্রসারে বিবিধ কার্যক্রম, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ ট্রেনিং কর্মসূচি ,প্রান্তিক এলাকার মানুষের জন্য হস্থ শিল্পের প্রশিক্ষণ ও বিপণনের উদ্যোগ,বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ধারাবাহিক মিউজিক থেরাপির ব্যবস্থা, পণপ্রথা, নারী নির্যাতন, মাদকাসক্তি, শিশু শ্রম, পরিবেশ দূষণের বিরুদ্ধে প্রচার কর্মসূচী এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্ব শান্তির স্বপক্ষে সংস্কৃতির প্রচার।বৃহস্পতিবার মেদনীপুর কলেজের বিবেকানন্দ হলে পথ চলা শুরু অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক কার্যক্রম।এই সাংস্কৃতিক কার্যক্রমে সংগীতে অংশ নেন মেধা বন্দোপাধ্যায়, অনন্যা সিনহা, শৌভিক চক্রবর্তী, সন্তু ধাড়া, সুতপা বসু, শম্পা সাউ।যন্ত্র সংগী শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সুনন্দন ভট্টাচার্য, অমর্ত্য পাল,অনুপ সামন্ত,সুপ্রতিম রাউত। নৃত্য পরিবেশন করেন ‌শম্পা সাউ, অঙ্কিতা ভূঞ‍্যাঁ ,কল্পনা ধল ও নৃত্যমঞ্জরীর কচিকাঁচারা। “আমার ভারতবর্ষ” শীর্ষক একটি কোলাজে সংগীতে কণ্ঠ মেলান শিল্পী সুপান্থ বসু আবৃত্তি করেন মোম চক্রবর্তী, নৃত্যে অংশ নেন শতাব্দি গোস্বামী চক্রবর্তী ও শায়েরী চক্রবর্তী। পাশাপাশি এদিন পরিবেশিত হয় বিজয় ভট্টাচার্য রচনা এবং মিঠুন চক্রবর্তীর নির্দেশনায় নাটক “অনিকেত “। “অনিকেত” নাটকটি পরিবেশন করেন “নিফা”র কলকাতা শাখা।

আরও পড়ুনঃ সংস্কৃত দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান

সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোম চক্রবর্তী ,সুমেধা বন্দোপাধ্যায় ও সুতপা বসু। সুমেধা ব‍্যানার্জীকে সভানেত্রী,সুতপা বসুকে সহ সভানেত্রী এবং অনন‍্যা সিনহা কে সম্পাদিকা ও সন্তু ধাড়াকে যুগ্ম সম্পাদক করে পশ্চিম মেদিনীপুর জেলা শাখা গঠিত হয়। সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে জেলা শাখাকে স্বীকৃতি প্রদান করেন রাজ‍্য শাখার কনভেনর অনিমেষ দেব রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here