আইপিএলের শুরুতেই কলকাতায় বড় বেটিং চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৯

0
79

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কোভিড পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল শুরু হলেও তাকে ঘিরেও ঘরে বসে জুয়া খেলতে ছাড়ছে না সাধারণ মানুষ। খাস কলকাতা শহরে এই ধরনের বড় বেটিং চক্রের সন্ধান পেয়ে শহর জুড়ে তল্লাশি চালিয়ে ৯ জনকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা।

IPL Betting | newsfront.co
ধৃত

বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে কলকাতা ও সল্টলেকের একাধিক জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধার করা হয়েছে ১৭ টি মোবাইল, ১৪ টি ল্যাপটপ, ৩ টি টেলিভিশন এবং দেড় লক্ষ টাকা।

প্রসঙ্গত, আইপিএল চালু হওয়ার পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় বেটিং চক্র চালু হয়েছে এমন অভিযোগ জমা পড়ছিল কলকাতা পুলিশে। হেয়ার স্ট্রিট, বড়তলা , পার্ক স্ট্রিট এবং যাদবপুর থানায় জমা পড়ে এরকমই ৪ টি অভিযোগ।

আরও পড়ুনঃ কোহলি লকডাউনে অনুষ্কার বলেই কেবল অনুশীলন করেছে! গাভাসকারের মন্তব্য ঘিরে বিতর্ক

সেই অভিযোগগুলির তদন্তে বৃহস্পতিবার রাতে তদন্তে নামে লালবাজারের গুণ্ডাদমন শাখা। পার্ক স্ট্রিট এলাকার একটি বাড়িতে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেরা করে উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার আরও কয়েকটি ডেরার সন্ধান পান গোয়েন্দারা।

আরও পড়ুনঃ লেনিন সরণির দোকান থেকে ৫০ হাজার টাকা চুরি

যাদবপুরে একটি অভিজাত আবাসনের ১৩ তলাতেও হানা দেন গোয়েন্দারা। তারপরেই গ্রেফতার হয় ৯ জন যুবক ও বিপুল সামগ্রী। ধৃতদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মুম্বইয়ের বেটিং চক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এদের। তবে মুম্বই মারফত সঙ্গে আমিরশাহীর কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের জেরা করে কলকাতা ও রাজ্যের আর কোথায় কোথায় বেটিং চক্র চলছে তার হদিশ পেতে চাইছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here