মনিরুল হক, কোচবিহারঃ
বড়সড় সাফল্য পেল পুলিশ ও এসএসবি। অসমে পাচার করার আগে জাল নোট ও সোনার বিস্কুট সহ গ্রেফতার করা হল ৯ জন দুষ্কৃতীকে। গ্রেফতার করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের জাল নোট ও ১৭টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় দুটি হাইস্পিড বাইক ও একটি সুইফ্ট গাড়ি দেখে সন্দেহ হয় ফালাকাটার ১৭/২ ব্যাটেলিয়ান এসএসবি-র আধিকারিকদের। তারা আটকানোর চেষ্টা করলে দুষ্কৃতী দলটি পালাবার চেষ্টা করে। কিন্তু পিছু নেয় এসএসবি।

এরপর কোচবিহার দিয়ে পালানোর সময় কোতোয়ালি থানার ডাউয়াগুড়ি এলাকায় দুষ্কৃতীদের দলটিকে পাকড়াও করে পুলিশ ও এসএসবি।জানা গিয়েছে, অসমের নম্বর প্লেট লাগানো সুইফ্ট গাড়িটিকে দুটি হাইস্পিড বাইক পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল।

গাড়ি ও বাইক দুটিকে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় ১ কোটিরও বেশি জাল ২০০০ ও ৫০০ টাকার নোট। একইসঙ্গে উদ্ধার হয়েছে ১৭টি সোনার বিস্কুট। ধৃত ওই ৯ জন পাচারকারীর কাছ থেকে অসমের নম্বর প্লেট লাগানো সুইফ্ট গাড়ি ও দুটি হাইস্পিড বাইক সিজ করা হয়।
আরও পড়ুনঃ কৃষক বিরোধী বিলের প্রতিবাদে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ
ধৃতদের বাড়ি কোচবিহার, আসাম সহ বিভিন্ন জায়গায়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আরও অন্য কেউ জড়িত রয়েছে কি না খোঁজ পাওয়ার চেষ্টা করছে কোতোয়ালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584