নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে ৪ দমকল কর্মী, কলকাতা পুলিশের এক এএসআই,এক আরপিএফ আধিকারিক ও লিফটম্যান রয়েছেন বলে জানা গেছে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬ টা ১০ নাগাদ স্ট্র্যান্ড রোডে রেল ভবনের ১৩ তলায়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ইঞ্জিন,হাইড্রোলিক ল্যাডার সহ অগ্নিনির্বাপক বাহিনী। শুরু হয় উদ্ধার কার্য।তবে জানা গেছে শেষ পর্যন্ত ১৩ তলায় আগুনের উৎস খুঁজতে লিফটে ওঠাই কাল হল অগ্নিযোদ্ধাদের। লিফট খোলা মাত্রই আগুনের লেলিহান শিখা দগ্ধ করে তাদের। তাঁরা অনুমান করতে পারেননি যে অন্যদিকের আগুন চলে আসবে।
রাত সাড়ে এগারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। এছাড়াও যান দমকল মন্ত্রী সুজিত বসু ও পুর প্রশাসক ফিরহাদ হাকিম।মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও একটি করে চাকরি দেয়ার করা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ভবনটি রেলের হলেও রেলের তরফ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। এমনকি তারা বিল্ডিংয়ের ম্যাপ পর্যন্ত দেয়নি।
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী জানান যে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সব ধরনের সাহায্য করা হয়েছে। হতে পারে তৎক্ষণাৎ বিল্ডিংয়ের ম্যাপ হাতে পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584