কোচবিহারে স্বস্তির খবর, আরও ন’জনের পরীক্ষার রিপোর্টে মিলল না করোনা

0
37

মনিরুল হক, কোচবিহারঃ

নতুন করে কোচবিহার থেকে পাঠানো আরও ৯ জন রোগীর করোনা পরীক্ষা ফল নেগেটিভ এসেছে। শনিবার এ খবর জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।

MJN hospital | newsfront.co
নিজস্ব চিত্র

গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী মোট ২০ জনের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিন বাকি ৯ জনেরও করোনা টেস্ট নেগেটিভ আসে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ টানা লকডাউন হওয়ায় নানা অজুহাতে পথে সাধারণ মানুষ, নাজেহাল পুলিশ

জানা যায় কোচবিহার জেলার একদিকে বাংলাদেশ সীমান্ত, অন্যদিকে অসম সীমান্ত। তাই শুরু থেকেই জেলা প্রশাসন কোচবিহারে ব্যাপক সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করে। এমনকি সীমান্ত দিয়ে পারাপার হওয়া সমস্ত মানুষের থার্মাল স্ক্রিনিং করানো হয়।

এছাড়াও জেলার ভিতরের বাজার গুলোতে ভিড় জমার কারনে তড়িঘড়ি ফাঁকা মাঠে অস্থায়ী ভাবে বাজার তৈরি করে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। এমনকি ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের কাউকে হোম কোয়ারেন্টাইনে, কাউকে আবার সরকারি ভাবে ব্যবস্থা করা কোয়ারেন্টাইনে রাখা হয়। আর সেই কারনেই কোচবিহার জেলায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার কোন খবর নেই বলে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here