নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ করোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বুধবার রাতে বাড়ি ফিরলেন ৯ জন করোনা আক্রান্ত। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বলেছেন, ‘ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকের ৯ জন পরিযায়ী শ্রমিক কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরেছিলেন।
জেলায় পৌঁছনোর পরে তাঁদের লালারসের নমুনা পরীক্ষা হলে দেখা যায়, তাঁরা করোনা আক্রান্ত। তাঁরা রায়গঞ্জের কর্ণজোড়ার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরও পড়ুনঃ পোস্ট অফিসে টাকা তোলার সনাক্তকরণ স্বাক্ষরকে কেন্দ্র করে চাঞ্চল্য
চিকিৎসায় সুস্থ হয়ে ওঠায় তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁদের হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা থেকে মুক্তি পেতে কী সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, সেই বিষয়ে পরিযায়ী শ্রমিকদের সচেতন করা হয়েছে।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584