দিল্লি দাঙ্গার তদন্ত ত্রুটিপূর্ণ- পুলিশ কমিশনারকে চিঠি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের

0
74

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘ত্রুটিপূর্ণ তদন্ত’ নয় জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার খোলা চিঠি লিখলেন দিল্লির পুলিশ কমিশনারকে। ফেব্রুয়ারি মাসে ঘটে যাওয়া উত্তরপুর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনার তদন্ত বিলক্ষণ ত্রুটিপূর্ণ। পুনরায় তদন্তের অনুরোধ জানিয়ে দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি লিখলেন ৯ জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার।

Delhi riots | newsfront.co
ফাইল চিত্র

“ভারতীয় পুলিশের ইতিহাসে আজ একটি লজ্জাজনক অধ্যায় যে পুলিশ রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনার তদন্তের যাবতীয় নথি যা আদালতে পেশ করা হয়েছে সবই যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তার নিরপেক্ষ বিচার হওয়া সম্ভব নয়। যে সমস্ত পুলিশ অফিসার এখনো কাজ করছেন বা অবসর গ্রহণ করেছেন সততার সঙ্গে, তাঁরা অত্যন্ত দুঃখ বোধ করছেন আজ।”

Letter | newsfront.co
খোলা চিঠি

আরও পড়ুনঃ ১১ লক্ষ পাতার চার্জশিট ধরে পুলিশ হেফাজতে উমরকে জেরা

সিএএ- এনআরসি বিরোধী আন্দোলন যাঁরা করছেন, তাঁদের মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা আসলে মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ, মৌলিক অধিকার নাগরিকের সাংবিধানিক অধিকার। পুলিশ প্রশাসন যখন তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন আসলেই তাঁরা ভারতীয় সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন যে অত্যন্ত লজ্জার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here