মেধাতালিকায় কোচবিহারের ৯ কৃতি পড়ুয়া

0
44

মনিরুল হক,কোচবিহারঃ

nine talented student in cooch behar
নিজস্ব চিত্র

দীর্ঘ প্রতীক্ষার অবসান৷ সোমবার সকাল ১০ টায় সংসদ সভাপতি মহুয়া দাস সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। ঘোষণা হওয়ার পর দেখা যায় কোচবিহার জেলা থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে কোচবিহার জেলার ৯ পরীক্ষার্থী।

৪৯৮ পেয়ে যুগ্ম ভাবে প্রথম হয়েছেন কোচবিহারের জেনকিন্স স্কুলের ছাত্র রাজর্ষি বর্মন। রাজ্যে দ্বিতীয়দের মধ্যে কোচবিহারে রয়েছেন দুজন। এর মধ্যে জেনকিন্স স্কুলের অনাতাপ মিত্র ও দিনহাটা হাইস্কুলের স্বর্ণদ্বীপ সাহা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।

চতুর্থ স্থানে জেনকিন্স স্কুলের ঐতিহ্য সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। সপ্তম স্থানে দুইজন। মাথাভাঙা হাই স্কুলের ইন্দ্রনীল রায়। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮। জেনকিন্স স্কুলের রুপম দে। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৮। নবম স্থান পেয়েছে সুনীতি একাডেমী ছাত্রী তৃষিতা হাসান, তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭। দশম হয়েছে সুনীতি একাডেমীর শ্রীন্বন্তী সাহা ও জেনকিন্সের সুরজ পাল তাদের প্রাপ্ত নম্বর ৪৮৬।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারের শ্রেয়ার স্বপ্ন ইংরেজি সাহিত্যের অধ্যাপক হওয়া

এদিন সংসদের তরফে জানানো হয়েছে,এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার জন্য নাম রেজিস্ট্রেশন করেছিল ৭ লক্ষ ১০ হাজার ৭৫৬ জন।পরীক্ষায় বসেছিল ৭ লক্ষ ৭৭ হাজার ২৬৬ জন। উচ্চমাধ্যমিকে এই বার পাশের হার ৮৬.২৯ শতাংশ, গত বছর ছিল ৮৩.৭৫ শতাংশ। ছেলেদের ৮৭.৪৪ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৫.৩০ শতাংশ।

পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর,দ্বিতীয় স্থানে কলকাতা,তৃতীয় পশ্চিম মেদিনীপুর। সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা ওয়েব সাইটে নিজেদের রেজাল্ট জানতে পারবেন।

রাজ্যে এবার প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গত বছরের থেকে প্রায় ৯ হাজার বেশি। এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি। শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষা শেষের ৭৮ দিনের মাথায় প্রকাশিত হল এবারের উচ্চমাধ্যমিকের ফল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here