নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মুর্শিদাবাদ ও কেরালার এর্নাকুলাম থেকে আল-কায়দার ভারতীয় মডিউলের ৯ জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ। মুর্শিদাবাদ ও এনার্কুলাম থেকেই দেশব্যাপী বড়সর নাশকতার পরিকল্পনা চালাচ্ছিল আল-কায়দা জঙ্গিরা। শনিবার সেই পরিকল্পনা ভেস্তে দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গ্রেফতার করা হয়েছে আল-কায়দার ৯ জঙ্গিকে।
মুর্শিদাবাদ ও কেরালার এনার্কুলামে জঙ্গিদের ডেরায় তল্লাশি চালিয়ে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, নথিপত্র, জিহাদি সাহিত্য, ধারালো অস্ত্র, দেশীয় আগ্নেয়াস্ত্র, স্থানীয় স্তরে বানানো শরীরে পরার বর্ম, ঘরে বসে বিস্ফোরক বানানোর বিভিন্ন সরঞ্জাম, বই ও নথিপত্র উদ্ধার করেছে এনআইএ গোয়েন্দারা।
জাতীয় তদন্তকারী সংস্থার তরফে বলা হয়েছে, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ৯ জঙ্গিকে ট্রেনিং দিত পাকিস্তানে থাকা আল-কায়দা নেতৃত্ব। ভারতের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলা ঘটানোর নির্দেশ ছিল। নজরে ছিল রাজধানী দিল্লি এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা।’
এনআইএ সূত্রে খবর, দেশের বিভিন্ন প্রান্তে একটি আন্তঃরাজ্য আল কায়দা মডিউলের বিষয়ে গোয়েন্দা তথ্য মিলেছিল। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে হামলা চালানোর ছক কষছিল সেই মডিউল। তার ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে এনআইএ। তারপর আজ, শনিবার সকালে এনআইএ গ্রেফতার করে আল-কায়দার ভারতীয় মডিউলের জঙ্গীদের।
মুর্শিদাবাদ থেকে ধৃতদের নাম নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মণ্ডল, লিউ ইয়েন আহমেদ, আল মামুন কামাল এবং অতিতুর রহমান। তারা সবাই মুর্শিদাবাদেরই বাসিন্দা। কেরালায় এনআইএ-এর জালে পড়েছে মোশারাফ হোসেন, ইয়াকুব বিশ্বাস এবং মুরশিদ হাসান। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ধৃতদের কেরালা ও পশ্চিমবঙ্গের আদালতে তোলা হবে।জানা গেছে কেরল থেকে ধৃতদের মধ্যে দুইজন মুর্শিদাবাদের বাসিন্দা।
গ্রেফতার হওয়া ৯ জনঃ
(১) মুর্শিদ হাসান, বর্তমানে কেরালার এরনাকুলামের বাসিন্দা।
(২) আইয়াকুব বিশ্বাস, বর্তমানে কেরালার এরনাকুলামের বাসিন্দা।
(৩) মোসারাফ হোসেন, বর্তমানে কেরালার এরনাকুলামের বাসিন্দা।
(৪) নাজমুস সাকিব, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা।
(৫) আবু সুফিয়ান, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা।
(৬) মইনুল মন্ডল, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা।
(৭) লিউ ইয়ান আহমেদ,পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা।
(৮) আল মামুন কামাল, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা।
(৯) আতিতুর রেহমান, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা।।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584