নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
বাগডোগরা বিমানবন্দরের টার্মিনাল তৈরি করার জন্য পর্যাপ্ত জমি এখনো পর্যন্ত রাজ্য সরকার হস্তান্তর না করায় একাধিক ক্ষোভ উপচে দিলেন বাগডোগরা বিমানবন্দরে উপদেষ্টা কমিটির চেয়ারম্যান তথা দার্জিলিং সাংসদ রাজু বিস্তা।
সোমবার বাগডোগরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কনফারেন্স হলে নয় বছর পর এই প্রথম উপদেষ্টা কমিটির একটি বৈঠক করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির ভাইস-চেয়ারম্যান শঙ্কর মালাকার, বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর সুব্রমনিয়াম পি সহ অন্যান্য আধিকারিকরা।
বাগডোগরা বিমানবন্দর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রাজু বিস্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে নতুন টার্মিনাল তৈরি করার জন্য প্রায় ১০৫ একর জমির প্রয়োজন। এরমধ্যে ৩.৫ একর জমি রাজ্য সরকারের হাতে রয়েছে যা হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে।
আরও পড়ুনঃ ট্রাম্প বিরোধীতায় এসইউসিআই(সি)
৯৪ একর চা বাগানের জমি রয়েছে। কিন্তু এই জমি নিয়ে আদালতে মামলা চলায় কিছুটা দেরি হচ্ছে। তবে খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে। ৫ .৯ একর সেনাবাহিনীর জমি রয়েছে।
যা নিয়ে আমরা কথা বলছি। প্রায় .৯ একর জমি জেলা শাসকের অধিনে রয়েছে। যা নিয়ে কোনও সমস্যা নেই। এর পাশাপাশি তিনি আরও বলেন যে নতুন টার্মিনাল তৈরি হলে সেটি জনসাধারণ সহ পর্যটকরা উপকৃত হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584