নিপা আতঙ্ক বেড়েই চলেছে কেরালায়

0
88

ওয়েবডেস্কঃ-

দ্বিতীয় বারের মত ছুটির মেয়াদ বাড়ানো হল কেরালায়। কারণ সেই নিপা আতঙ্ক। এর আগেও একই কারণেই স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গ্ৰীষ্মকালীন ছুটি বাড়িয়ে ৫ জুন পর্যন্ত করা হয়েছিল। কিন্তু এখনও এই ভাইরাস ঘটিত মৃত্যু অব‍্যাহত থাকায় সংক্রামণ ছড়ানোর ভয়ে দ্বিতীয় পর্যায়ে ছুটি আরও বাড়িয়ে দেয়া হল।

স্বাস্থ্য সংস্থা WHO এক তথ‍্যে জানিয়েছে গত কয়েক দিনে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছে কেরালার কোঝিকোড়ে এবং একই ধরণের উপসর্গ অন্তত ৭৫৩ জনের শরীরে দেখা গেছে।তাদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। মহামারীর আকার না নিলেও প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নিপার প্রভাব পড়েছে রাজ্যের পর্যটন শিল্পেও।
পর্যটনের পাশাপাশি কেরালার ফল-সবজির ব্যবসাও নিম্নমুখী।ইতিমধ্যে  সংযুক্ত আরব আমিরশাহি কেরালা থেকে ফল ও সবজির আমদানি বন্ধ করেছে।

জানা গেছে কেরালার কোঝিকোড়, ওয়ানাড, মালাপুরম প্রভৃতি এলাকায় স্কুল ও কলেজগুলিতে নতুন বিজ্ঞপ্তি জারি করে ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে যে কেরালা পাব্লিক সার্ভিস কমিশনও তাদের পরীক্ষার তারিখ ১৬ই জুন পর্যন্ত পিছিয়ে দিয়েছে।এই পরীক্ষায় প্রায় ছ’লক্ষ পরীক্ষার্থী বসার কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here