পূর্ণ দৈর্ঘের ‘নিরন্তর’-এর প্রিমিয়ার ছোটপর্দায়, ডিজিটালে

0
272

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Nirantar movie | newsfront.co

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর প্রযোজনা সংস্থা ‘এন আইডিয়াজ’-এর আগামী নিবেদন পূর্ণ দৈর্ঘের ছবি ‘নিরন্তর’। ছবিতে অভিনয় করতে দেখা যাবে স্বয়ং চট্টোপাধ্যায়কে।

Nirantar movie | newsfront.co

এই প্রথম কোনও পূর্ণ দৈর্ঘের বাংলা ছবির প্রিমিয়ার হবে জি বাংলা ও জি বাংলা এইচ ডি-তে। আগামী ২৮ জুন।
গল্পটা হালকা করে বলতে গেলে, মধ্যবয়সী সিভিল ইঞ্জিনিয়ার বিপ্লব এবং তার তরুণ প্রকল্প সহকারী ভাস্করকে প্রত্যন্ত পর্বতমালায় নতুন রিসর্ট গড়ে তোলার উদ্দেশ্যে একটি জায়গা খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে।

Nirantar movie | newsfront.co

Nirantar movie | newsfront.co

সেখানকার নেটওয়ার্ক একদমই অচল। স্বভাবগত দিক থেকে ভিন্ন মেরুর দু’জন মানুষ কিছু সময়ের জন্য ফাঁকা থাকে। অল্পবিস্তর কথাবার্তা হয় এবং একটা সময় ধীরে ধীরে দুজনের মধ্যে এমন একটি বন্ধন গড়ে ওঠে।

Prasenjeet Chatterjee | newsfront.co

Prasenjeet Chatterjee | newsfront.co

তারা তাদের নিজেদের অনেক কথা শেয়ার করে অন্যের সঙ্গে, যা কখনও হয়ত কারো সঙ্গে তারা শেয়ার করেনি। বাকিটা জানতে হলে দেখতে হবে ছবিটি।

Nirantar | newsfront.co

Nirantar | newsfront.co

পরিচালক হিসেবে চন্দ্রাশিস রায়ের এটিই প্রথম ছবি। বিভিন্ন চরিত্রে টলিসম্রাট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন সত্যম ভট্টাচার্য, অঙ্কিতা মাঝি, একাবলি খান্না, অনিমেষ ভাদুড়ি, পুনম গুরুং, প্রণয় নারায়ণ।

আরও পড়ুনঃ সামনে এল ‘অভিযাত্রিক’-এর পোস্টার, উন্মোচনে অনুষ্কা শঙ্কর

Prasenjit Chatterjee | newsfront.co

shooting spot | newsfront.co

ক্যামেরায় সমিক হালদার। সঙ্গীত করেছেন অভিজিৎ কুণ্ডু। আর্ট ডিরেকশনে তন্ময় চক্রবর্তী। ২৮ জুন জি বাংলা এবং জি বাংলা এইচ ডি-তে দুপুর ৩ টেয় চোখ রাখতে ভুলবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here